Madhya Pradesh Crime

প্যারোলে মুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনিকে প্রকাশ্যে গুলি করে খুন! নেপথ্যে কি কানাডার পরিবার? ধন্দ

গোয়ালিয়রের এক যুবক ২০১৬ সালের খুনের ঘটনায় জেল খাটছিলেন। সম্প্রতি মুক্তি পেয়েছিলেন প্যারোলে। বৃহস্পতিবার বিকেলে তাঁকে গুলি করে খুন করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১১:৪৮
Share:

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনিকে জেলের বাইরে গুলি করে খুন! —প্রতীকী চিত্র।

খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক যুবককে গুলি করে খুন করা হল মধ্যপ্রদেশে। ওই যুবক সম্প্রতি প্যারোলে মুক্তি পেয়েছিলেন। গোয়ালিয়রে নিজের বাড়িতেই থাকছিলেন। বিকেলে হাঁটতে বেরোলে তাঁকে গুলি করে খুন করা হয়। অভিযুক্তদের খুঁজছে পুলিশ। এই খুনের নেপথ্যে কানাডার একটি পরিবারের হাত থাকতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের।

Advertisement

গোয়ালিয়রের গোপালবাগ সিটি এলাকার ঘটনা। নিহতের নাম যশবন্ত সিংহ গিল। ২০১৬ সালের একটি খুনের মামলায় আদালতে দোষী সাব্যস্ত করা হয় তাঁকে। দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। ২০১৮ সাল থেকে জেল খাটছেন তিনি। সম্প্রতি কিছু দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন। বৃহস্পতিবার বিকেলে তাঁর বাড়ির কাছে বাইকে চড়ে দু’জন এসেছিলেন। যুবককে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালান আততায়ীরা। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁর মৃত্যু হয়েছে।

এলাকার সিসি ক্যামেরার ফুটেজে ঘটনাটি ধরা পড়েছে। তার মাধ্যমেই আততায়ীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, যুবককে মারার জন্য ভাড়াটে খুনি নিযুক্ত করা হয়েছিল। তাঁর সঙ্গে পুরনো কোনও শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

Advertisement

২০১৬ সালে নিজের স্ত্রীর এক দাদাকে খুন করেছিলেন যুবক। তাঁর সঙ্গে স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল বলে সন্দেহ করেছিলেন তিনি। এই খুনের দায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। যুবক যাঁকে খুন করেছিলেন, তাঁর পরিবার ঘটনার পর কানাডায় চলে যায়। সেখান থেকে কলকাঠি নেড়ে যুবককে খুন করানো হল কি না, খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement