এক আরএসএস কর্মীকে পিটিয়ে-কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল সিপিএম কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কেরলের থালাসেরির কাছে পান্নুরে। জখম আরএসএস কর্মীর নাম এ ভি বিজু।
গত মাসেই কেরলে ২৭ বছরের এক আরএসএস কর্মী খুন হয়েছেন। সেই ঘটনাতেও অভিযোগের তির সিপিএমের দিকে।
এ দিন কী হয়েছিল? এ দিন সকালে অটো চালিয়ে ছয় থেকে আট বছরের চার বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন ২৯ বছরের বিজু। পুলিশ জানিয়েছে, সেই সময় ছয় দুষ্কৃতী লোহার রড এবং তলোয়ার নিয়ে তাঁকে আক্রমণ করে। অটো থামিয়ে বাচ্চাদের সামনেই বিজুকে টেনে নামিয়ে রাস্তায় ফেলে মারতে থাকে দুষ্কৃতীরা। চোখের সামনে এই ঘটনা দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে অটোর ভিতরে বসে থাকা বাচ্চারা। তারা চিৎকার করে কাঁদতে থাকে। পরে পুলিশের গাড়ি করে বাচ্চাদের বাড়ি পাঠানো হয়।
বিজুর মাথায়, কাঁধে এবং বাঁ হাতে আঘাত লেগেছে। প্রথমে বিজুকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কোঝিকোড় মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বিজুর অবস্থা এখন স্থিতিশীল।
এই ঘটনায় খুনের চেষ্টা-সহ একাধিক মামলা দায়ের করেছে পুলিশ। বিজুর বয়ান নথিভুক্ত করা হয়েছে। বিজু জানিয়েছেন, রাজনৈতিক শত্রুতার কারণেই তাঁকে খুনের চেষ্টা করা হয়েছে। এমনকী হামলাকারীদের মধ্যে দু’জন সিপিএম কর্মীকে বিজু চিনতেও পেরেছেন। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।