Online Fraud

অনলাইনে দুধ কিনতে গিয়ে সাইবার অপরাধীদের খপ্পরে বৃদ্ধা! লিঙ্কে ক্লিক করতেই অ্যাকাউন্ট থেকে গায়েব সাড়ে ১৮ লক্ষ টাকা

পুলিশ সূত্রে খবর, গত ৪ অগস্ট বৃদ্ধাকে এক ব্যক্তি ফোন করেন। নিজেকে দীপক বলে পরিচয় দেন। তার পর জানান, তিনি একটি দুধ সংস্থার এগজ়িকিউটিভ অফিসার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ১৫:৫৬
Share:

প্রতীকী ছবি।

অনলাইনে দুধ কিনতে গিয়ে ‘সর্বস্বান্ত’ হলেন এক বৃদ্ধা। সাইবার অপরাধীদের খপ্পরে পড়ে জীবনের সব সঞ্চয় খোয়ালেন তিনি। ঘটনাটি মুম্বইয়ের ওয়াডালার।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত ৪ অগস্ট বৃদ্ধাকে এক ব্যক্তি ফোন করেন। নিজেকে দীপক বলে পরিচয় দেন। তার পর জানান, তিনি একটি দুধ সংস্থার এগজ়িকিউটিভ অফিসার। তাঁদের সংস্থার দুধের গুণগত মান বাজারের অন্য দুধের গুণগত মানের তুলনায় অনেক ভাল। এ রকম নানা কথার মাধ্যমে দুধ কেনার জন্য বৃদ্ধাকে রাজি করিয়ে ফেলেন ওই ব্যক্তি।

বৃদ্ধা জানিয়েছেন, ফোনে কথা বলার সময় ওই ব্যক্তি তাঁকে জানান, দুধ কিনতে হলে অনলাইনে অর্ডার করাতে হবে। কী ভাবে সেই অর্ডার করবেন, তার সমস্ত প্রক্রিয়া বৃদ্ধাকে বুঝিয়ে দেন ওই ব্যক্তি। তার পর তাঁকে জানান, মোবাইলে একটি লিঙ্ক পাঠাচ্ছেন। ওই ব্যক্তি আরও জানান, যেমন যেমন বলে যাবেন, মোবাইলে পাঠানো লিঙ্কে ক্লিক করে সেই ভাবেই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। বৃদ্ধার সঙ্গে ফোনে প্রায় এক ঘণ্টা কথা বলেন ওই ব্যক্তি। তার পর ফোনটা কেটে দেন।

Advertisement

পুলিশকে বৃদ্ধা জানিয়েছেন, পর দিন আবার ওই একই ব্যক্তি ফোন করেন। তাঁর কাছ থেকে আরও কিছু তথ্য সংগ্রহ করেন। তিনি যে সাইবার অপরাধীদের খপ্পরে পড়ে গিয়েছেন, সেটি ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি। পরের দিনও এই ব্যক্তি তাঁকে আবার পুরো প্রক্রিয়াটি বুঝিয়ে দেন। তাঁর কথা মতো মহিলা লিঙ্কে ক্লিক করেন। একটি ফর্ম পূরণ করেন।

দু’দিন বাদে ব্যাঙ্কে একটি কাজের জন্য গিয়েছিলেন বৃদ্ধা। অ্যাকাউন্টে কত টাকা আছে তা জানানোর জন্য ব্যাঙ্ককর্মীকে বলেন। তখন ব্যাঙ্ককর্মী জানান, তাঁর অ্যাকাউন্ট থেকে সম্প্রতি কয়েক লক্ষ টাকা তোলা হয়েছে। তখন বাকি দু’টি অ্যাকাউন্টও পরীক্ষা করেন। বৃদ্ধা দেখেন, সেই দু’টি অ্যাকাউন্ট থেকেও টাকা গায়েব। তিনটি অ্যাকাউন্ট থেকে সাড়ে ১৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সাইবার অপরাধীরা। এর পরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement