Passenger Death in Flight

মুম্বই-বারাণসী উড়ানে বৃদ্ধা যাত্রীর মাঝ-আকাশেই মৃত্যু! তড়িঘড়ি জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

মৃত যাত্রীর নাম সুশীলা দেবী। তিনি উত্তরপ্রদেশের মির্জাপুরের বাসিন্দা। রবিবার রাতে মুম্বই থেকে বিমানে উঠেছিলেন তিনি। কিন্তু মাঝ-আকাশে আচমকা অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১৫:২৪
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিমান তখন মাঝ-আকাশে। আচমকা অসুস্থ হয়ে পড়েন ৮৯ বছরের বৃদ্ধা এক যাত্রী। পরে বিমানেই মৃত্যু হয় তাঁর। যার জেরে জরুরিভিত্তিতে চিকলঠানা বিমানবন্দরে অবতরণ করতে হল ইন্ডিগোর বিমানকে।

Advertisement

রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। সোমবার বিমানবন্দরের এক কর্তা জানিয়েছেন, রবিবার রাতে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর বিমানবন্দর থেকে উড়েছিল ইন্ডিগোর ওই বিমানটি। মুম্বই থেকে বারাণসীগামী ওই বিমানে ৮৯ বছর বয়সি এক বৃদ্ধাও ছিলেন। বিমান ওড়ার কিছু ক্ষণ পরেই হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করেন ওই যাত্রী। বিমানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষরক্ষা হয়নি। শেষমেশ বিমানেই মৃত্যু হয় তাঁর। এর পরেই বিমানটিকে চিকলঠানা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মৃত যাত্রীর নাম সুশীলা দেবী। তিনি উত্তরপ্রদেশের মির্জাপুরের বাসিন্দা। রবিবার রাতে মুম্বই থেকে বিমানে উঠেছিলেন তিনি। কিন্তু মাঝ-আকাশে আচমকা অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা। ক্রমে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে বিমানটিকে চিকলঠানা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। তত ক্ষণে ওই যাত্রীর মৃত্যু হয়েছে। খবর দেওয়া হয় স্থানীয় থানাতেও। এর বেশ কিছু ক্ষণ পর ফের বারাণসীর উদ্দেশে রওনা দেয় বিমানটি। বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধার দেহ ছত্রপতি সম্ভাজিনগরের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে তাঁর পরিজনদেরও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement