RBI

আরবিআই হেল্পলাইনে ফোন করে টাকা খোয়ালেন মুম্বইয়ের বাসিন্দা?

নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য নিজের অজান্তেই জালিয়াতদের হাতে তুলে দেন ওই ব্যক্তি। মুহূর্তের মধ্যে তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ৪৮ হাজার টাকা।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ১৭:৪৮
Share:

সাইবার জালিয়াতদের হাতে টাকা খোয়ালেন মুম্বইয়ের ব্যক্তি। ছবি শাটারস্টকের সৌজন্যে।

ইন্টারনেট থেকে পেয়েছিলেন রিজার্ভ ব্যাঙ্কের হেল্পলাইন নম্বর। সেই নম্বরে ফোন করে সাহায্যে চেয়েছিলেন মুম্বইয়ের মালাডের বাসিন্দা বিজয়কুমার মারওয়া। সেই নম্বরের নির্দেশ পালন করতে গিয়ে ৪৮ হাজার টাকা খোয়ালেন তিনি।

Advertisement

গত মাসে নিজের বাড়ি পরিষ্কার করছিলেন মালাডের বাসিন্দা ৭৪ বছরের বিজয় কুমার। সেই পরিষ্কার করার সময় তিনি খুঁজে পান ২০১৬ সালে ডিমনিটাইজেশনের সময় বাতিল হয়ে যাওয়া নোট। সেই বাতিল নোটের মূল্য ছিল ৭ হাজার টাকা। এই বাতিল নোট রিজার্ভ ব্যাঙ্ককে কী ভাবে ফেরত দেওয়া যেতে পারে তা জানার চেষ্টা করেন তিনি।

সে জন্য ইন্টারনেট থেকে খুঁজে বের করেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআইয়ের হেল্পলাইন নম্বর। কিন্তু ওই ব্যক্তির জানা ছিল না এই নম্বরটি আদতে আরবিআইয়ের নয়, সাইবার জালিয়াতদের।

Advertisement

আরও পড়ুন: মহিলা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে ‘পিঙ্ক ট্যাক্সি’ পরিষেবা

তাই ওই নম্বরে ফোন করার পর, জালিয়াতরা তাঁকে আশ্বাস দেয় টাকা বদলানোর ব্যবস্থা করা হবে। এবং তাঁর অ্যাকাউন্টে ওই টাকা জমা দেওয়া হবে বলেও জানানো হয়। এই কথা মতো নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য নিজের অজান্তেই জালিয়াতদের হাতে তুলে দেন ওই ব্যক্তি। মুহূর্তের মধ্যে তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ৪৮ হাজার টাকা।

ফোন করে তিনি ঠকেছেন। এটি বোঝার পরেই মালাড পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেন বিজয়বাবু। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

আরও পড়ুন: গাধার দুধ থেকে তৈরি সাবান কিনতে মেলায় উপচে পড়ল ভিড়

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement