সেই ডেলিভারি বয় সিধু।
নিউমোনিয়ার চিকিৎসা করাতে এসে আট মাসের মেয়েকে হারাতে বসেছিলেন মুম্বইয়ের রিনু নারায়ণ। তবু যে হাসপাতালের ভয়াবহ আগুন থেকে মেয়েকে নিয়ে প্রাণে বাঁচতে পেরেছেন, তার জন্য শুধু এক জনকেই ধন্যবাদ দিচ্ছেন রিনু। বছর কুড়ির সিধু হুমানাবড়ে। মুম্বইয়ের ইএসআইসি কামগর হাসপাতালের সোমবারের অগ্নিকাণ্ডের ঘটনায় হিরো সে-ই। ওই হাসপাতালের আগুনে এ পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে।
একটি খাবার ডেলিভারি অ্যাপ-সংস্থার তরফে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিতে বেরোন সিধু। মুম্বইয়ের ইএসআইসি কামগর হাসপাতালের পাশ দিয়ে যাওয়ার সময়ে চোখে পড়ে হাসপাতালে আগুন। রাস্তাতেই বাইক ফেলে ছুটে যান। দমকলের সম্মতি পেতেই তাদের সিঁড়ি বেয়ে পৌঁছে যান হাসপাতালের চার তলায়। দু’ঘণ্টায় অন্তত ১০ জন রোগীকে নিরাপদে নামিয়ে আনেন সিধু।
বুধবার ফের আগুন লেগেছিল ওই হাসপাতালে। তবে হতাহতের খবর নেই। সোমবারের ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।