গুজরাতের ভারুচ স্টেশনের কাছে ট্রেন থামিয়ে ওই কামরা থেকে যাত্রীদের নামানো হয়। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
মুম্বই-অমৃতসর এক্সপ্রেসের একটি কামরা থেকে বেরিয়ে আসছে ধোঁয়া! মঙ্গলবার এই দৃশ্য দেখে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। গুজরাতের ভারুচ স্টেশনের কাছে ট্রেন থামিয়ে সঙ্গে সঙ্গে ওই কামরা থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। কেউ হতাহত হননি। পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগে ট্রেনের ওই কামরায়।
মঙ্গলবার বিকেল ৫টা। মুম্বই-অমৃতসর এক্সপ্রেস তখন আঙ্কলেশ্বর স্টেশন পেরিয়ে ভারুচ স্টেশনের দিকে এগোচ্ছিল। হঠাৎই ইঞ্জিনের পিছনে দ্বিতীয় কামরায় ধোঁয়া বার হতে দেখে কয়েক জন যাত্রী। আতঙ্কে তাঁরা চিৎকার শুরু করেন। খবর পেয়েই ট্রেন থামিয়ে দেন চালক। যাত্রীদের ওই কামরা থেকে নামিয়ে দেন রেলকর্মীরা। ধোঁয়ার উৎস খতিয়ে দেখেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে ধোঁয়া বার হচ্ছিল।
প্রায় আধ ঘণ্টা পরখ করে দেখা হয় ট্রেনের ওই কামরা। তার পর সেটিকে ভারুচ স্টেশনে নিয়ে যাওয়া হয়। রেল সূত্রে খবর, এর পর সেখানে ট্রেনের যন্ত্র খতিয়ে দেখা হয়। এক আধিকারিক জানিয়েছেন, কোনও যাত্রী এই ঘটনায় হতাহত হননি।