বিল পুনর্বিবেচনার জন্য সিলেক্ট কমিটির দাবি

তফসিলি জাতি-জনজাতি আইনের আদলে রূপান্তরকামীদের সুরক্ষায় আইনের দাবি জানান গুলাম নবি আজাদ। 

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৯ ০২:৫২
Share:

ছবি: সংগৃহীত।

রূপান্তরকামীদের অধিকার রক্ষা সংক্রান্ত বিলটি বুধবার রাজ্যসভায় পেশ হওয়ার পরে সেটিকে পুনর্বিবেচনার জন্য সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তুললেন বেশ কয়েক জন সাংসদ। গত ৫ অগস্ট বিলটি লোকসভায় পাশ হয়েছিল। সামাজিক ন্যায় বিষয়ক মন্ত্রী থেবর চন্দ গহলৌত এ দিন উচ্চকক্ষে বিলটি পেশ করা মাত্রই সেটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তোলেন ডিএমকে সাংসদ তিরুচি শিবা। তৃণমূল সাংসদ শান্তা ছেত্রীও একই দাবি তুলে বলেন, বিলটি লোকসভায় তাড়াহুড়ো করে পাশ হয়েছিল। রূপান্তরকামীদের আত্মপরিচয়ের অধিকারের বিষয়টি তাতে অস্পষ্ট। জেলাশাসকের শংসাপত্র অনুমোদনের ক্ষেত্রেও নির্দেশিকা নেই। তফসিলি জাতি-জনজাতি আইনের আদলে রূপান্তরকামীদের সুরক্ষায় আইনের দাবি জানান গুলাম নবি আজাদ।

Advertisement

এ দিন রাজ্যসভায় পেশ হয় ‘সারোগেসি (নিয়ন্ত্রণ) ২০১৯’ বিলটিও। সারোগেসি, অর্থাৎ কোনও মহিলার কাছে গর্ভ ভাড়া নিয়ে নিঃসন্তান দম্পতিদের আইনি পথে সন্তানলাভের সুযোগ পাওয়া সংক্রান্ত এই বিলটিও লোকসভায় গত অগস্টে পাশ হয়েছিল। অধিকাংশ সাংসদ বিলটিকে সমর্থন করলেও কিছু অংশ পরিবর্তনের দাবি তুলেছেন।

আরও পড়ুন: মহিলা সংরক্ষণ বিল অনিশ্চিতই

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement