লঙ্কা গুঁড়ো মাখিয়ে ছেলেকে শাস্তি মায়ের। ছবি: টুইটার।
অষ্টম শ্রেণির পর আর স্কুলে যায়নি ছেলে। বাড়ি থেকে পালিয়ে দিন তিনেক উধাও হয়ে যেত। আবার ফিরত। গাঁজার নেশা করত। বার বার বকাঝকা করেও কাজ হয়নি। সোমবার সেই ছেলে ঘরে ফিরতেই তাকে গাছে পিছমোড়া করে বাঁধলেন মা। তার পর তার মুখে মাখিয়ে দিলেন লঙ্কার গুঁড়ো। সোমবার এই ঘটনা হায়দরাবাদের সূর্যপেট জেলার কোডাডের গাঁধীনগর এলাকায়।
নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিয়ো। মায়ের শাসনের রকম দেখে আড়াআড়ি বিভক্ত নেটাগরিকরা। ভিডিয়োয় দেখে যাচ্ছে, গাছে পিছমোড়া করে বাঁধা অবস্থায় ছেলের মুখে লঙ্কার গুঁড়ো মাখিয়ে দিচ্ছেন মা। ছেলেটি তীব্র চিৎকার করতে করতে হাত দিয়ে মুখ ঢাকতে গেলে আত্মীয়রা তার হাত টেনে ধরেন। কেউই তাকে উদ্ধারে এগিয়ে আসেননি।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ওই থানার পুলিশ অফিসার। তিনি জানান, মায়ের এমন করা উচিত হয়নি। তিনি বলেন, ‘‘১৬ বছরের ছেলে নেশার কবলে পড়েছে। ওকে ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছিলাম। বাবা-মায়েদের আরও সজাগ হওয়া উচিত।’’