এই ছবি ঘিরেই তোলপাড় শুরু হয়েছে নেটমাধ্যমে।
মুখে অক্সিজেন মাস্ক। পাশে রাখা অক্সিজেন কনসেনট্রেটর। সেই অবস্থাতেই রান্না করে চলেছেন মহিলা। সম্প্রতি এমনই এক ছবি ঘিরে তোলপাড় নেটমাধ্যম। ছবির ক্যাপশনে লেখা, ‘শর্তহীন ভালবাসা= মা, তাঁর কোনও ছুটি নেই’।
ছবিটি সত্য কি না তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। কারণ প্রথমত, বাইরে থেকে অক্সিজেন নিতে হচ্ছে যাঁকে, তিনি শারীরিক ভাবে অত্যন্ত দুর্বল। এই অবস্থায় তাঁর পক্ষে দাঁড়িয়ে রান্না করা সম্ভব নয়। দুই, ছবিতে দেখা যাচ্ছে আগুনের কাছেই রাখা রয়েছে অক্সিজেন কনসেট্রেটর। সেটিও খুব বিপজ্জনক। ছবিটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডিজিটাল। তবে ছবির সত্যাসত্য যাই হোক না কেন, এর বিষয়বস্তু নিয়ে তোলপাড় নেটমাধ্যম।
এক নেটাগরিকের প্রশ্ন, ‘অসুস্থতার জন্য একটি দিনও কাজ থেকে ছুটি পান না মায়েরা এমন কতগুলো পরিবার রয়েছে ভারতে?’ আর একজনের স্পষ্ট মত, ‘এটাকে ভালবাসা বলে না। সামাজিক পরিকাঠামোর ঘেরাটোপে এটা আসলে দাসপ্রথা।’ আর একজনের বিরক্তিকর প্রত্যুত্তর, ‘যিনি ছবিটি তুলেছেন, তিনি ছবি তুলতে পারছেন আর রান্নাঘরের কাজ করতে পারছেন না। মাকে বিশ্রাম নিতে দিন। রান্নাকরা তাঁর কর্তব্য নয়।’ অনেকে বলছেন, ছবিটি সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা হয়েছে। যিনি এমন ছবি বানিয়েছেন, তাঁর চিন্তাধারা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক নেটাগরিক।