সবচেয়ে কম দূষণ, কম অপরাধ ও শিক্ষাব্যবস্থা-সহ বেশ কিছু সুযোগ সুবিধার নিরিখে ভারতের সবচেয়ে বাসযোগ্য শহর হায়দরাবাদ।<br> বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় এর স্থান ১৪৪।
হায়দরাবাদের পরই যে শহরের নাম উঠে এসেছে, সেটি হল পুণে। বাসযোগ্য শহরের তালিকায় বিশ্বে ১৪৫তম স্থানে রয়েছে এই শহর।
দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। বিশ্বের মধ্যে এটি রয়েছে ১৪৬ নম্বর স্থানে। <br> হাইটেক শহর হিসাবে হায়দরাবাদের পাশাপাশি বেঙ্গালুরুরও নাম উচ্চারিত হয়। কম অপরাধপ্রবণ এবং মানুষের জীবনের মান বেশ উন্নত এই শহরে।
এর পরেই যে শহরের নাম উঠে এসেছে বিশ্বের বাসযোগ্যে শহরের তালিকায় সেটা হল চেন্নাই। দেশে চতুর্থ স্থান। বিশ্বের তালিকায় এটির স্থান ১৫৪।
বাসযোগ্যতার নিরিখে দেশের মধ্যে পাঁচ নম্বরে তিলোত্তমা কলকাতা। বিশ্বে এই শহরের স্থান ১৬০।
বাসযোগ্যতায় দেশের মধ্যে দিল্লির নাম ছ’নম্বরে। বিশ্বে এর স্থান ১৬১ নম্বরে।