National News

দেশের সবচেয়ে বাসযোগ্য শহর হায়দরাবাদ, কলকাতা পাঁচে, ছয়ে দিল্লি

কোন শহরে অপরাধ কতটা কম, কোন শহরে দূষণ কম, আবার কোন শহরে শিক্ষা ব্যবস্থা কতটা উন্নত, আন্তর্জাতিক মানের স্কুল আছে কিনা—এ সবের নিরিখেই বিশ্বের ২৩১টি শহর নিয়ে একটি সমীক্ষা করে মার্সার নামক একটি সংস্থা।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৭ ২০:৪৪
Share:
০১ ০৬

সবচেয়ে কম দূষণ, কম অপরাধ ও শিক্ষাব্যবস্থা-সহ বেশ কিছু সুযোগ সুবিধার নিরিখে ভারতের সবচেয়ে বাসযোগ্য শহর হায়দরাবাদ।<br> বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় এর স্থান ১৪৪।

০২ ০৬

হায়দরাবাদের পরই যে শহরের নাম উঠে এসেছে, সেটি হল পুণে। বাসযোগ্য শহরের তালিকায় বিশ্বে ১৪৫তম স্থানে রয়েছে এই শহর।

Advertisement
০৩ ০৬

দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। বিশ্বের মধ্যে এটি রয়েছে ১৪৬ নম্বর স্থানে। <br> হাইটেক শহর হিসাবে হায়দরাবাদের পাশাপাশি বেঙ্গালুরুরও নাম উচ্চারিত হয়। কম অপরাধপ্রবণ এবং মানুষের জীবনের মান বেশ উন্নত এই শহরে।

০৪ ০৬

এর পরেই যে শহরের নাম উঠে এসেছে বিশ্বের বাসযোগ্যে শহরের তালিকায় সেটা হল চেন্নাই। দেশে চতুর্থ স্থান। বিশ্বের তালিকায় এটির স্থান ১৫৪।

০৫ ০৬

বাসযোগ্যতার নিরিখে দেশের মধ্যে পাঁচ নম্বরে তিলোত্তমা কলকাতা। বিশ্বে এই শহরের স্থান ১৬০।

০৬ ০৬

বাসযোগ্যতায় দেশের মধ্যে দিল্লির নাম ছ’নম্বরে। বিশ্বে এর স্থান ১৬১ নম্বরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement