Manipur Situation

মণিপুরের মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে মিলল বোমা! তদন্ত শুরু, আঁটসাঁট করা হল নিরাপত্তা বন্দোবস্তও

ইম্ফল পূর্ব জেলার লুয়াংশাংবামে বীরেনের বাড়ির অদূরে মর্টার বোমা উদ্ধার হয়। তবে এটি মণিপুরের মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন নয়। তবে এই বাড়িতে মাঝেমধ্যে এসেই থাকেন বীরেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১২:১৫
Share:

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। —ফাইল চিত্র।

দেড় বছরেরও বেশি সময় ধরে গোষ্ঠীহিংসায় উত্তপ্ত মণিপুর। এই আবহেই সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের বাড়ির অদূরে মিলল বোমা! এই ঘটনার পরেই মুখ্যমন্ত্রী বীরেনের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। কী ভাবে ওই বোমা সেখানে এল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইম্ফল পূর্ব জেলার লুয়াংশাংবামে বীরেনের বাড়ির অদূরে মর্টার বোমা উদ্ধার হয়। তবে এটি মণিপুরের মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন নয়। তাঁর ব্যক্তিগত এই বাড়িতে মাঝেমধ্যেই এসে থাকেন বীরেন। বোমা উদ্ধারের সময় বীরেন সেই বাড়িতে ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ৫১ মিলিমিটার দৈর্ঘ্যের বোমাটি মঙ্গলবার সকালে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের একাংশের অনুমান, সোমবার রাতে বোমাটি কেউ নির্দিষ্ট দূরত্ব থেকে ছুঁড়েছিলেন। কিন্তু কোনও কারণে সেটি ফাটেনি। তবে বোমাটি ফাটলে বড় ক্ষয়ক্ষতি হতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

প্রসঙ্গত, মাঝে কিছু দিনের বিরতির পর গত সেপ্টেম্বর মাস থেকে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মণিপুরে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। দফায় দফায় সংঘর্ষ চলে মণিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে। বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ এবং আধাসেনার যৌথ বাহিনী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement