ছবি: সংগৃহীত
দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা বুধবার ২০ লক্ষ ছাড়িয়ে গেল। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৭৩.৬৪ শতাংশ। তবে একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণও ফের ৬০ হাজারের গণ্ডি পার করেছে।
বুধবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী, দেশ জুড়ে গত ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ৫৩১ জন সংক্রমিত হয়েছেন। এর ফলে এ পর্যন্ত মোট সংক্রমণের সংখ্যা দাঁড়াল ২৭ লক্ষ ৬৭ হাজার ২৭৩। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১ হাজার ৯২ জন। সুতরাং করোনায় মোট মৃতের সংখ্যা এখন ৫২
হাজার ৮৮৯।
মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.৯১ শতাংশ। এখনও পর্যন্ত মোট যত জন মারা গিয়েছেন, তার মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র (২০ হাজার ৬৮৭ জন)। তামিলনাড়ুতে ৬ হাজার ৭ জন, দিল্লিতে ৪ হাজার ২২৬ জন, কর্নাটকে ৪ হাজার ২০১ জন মারা গিয়েছেন। গুজরাত ও অন্ধ্রপ্রদেশ, দুই রাজ্যেই ২৮২০ জন করে মারা গিয়েছেন। এর পরেই রয়েছে উত্তরপ্রদেশ (২৫৮৫), পশ্চিমবঙ্গ (২৫২৮) এবং মধ্যপ্রদেশ (১১৪১)। স্বাস্থ্য মন্ত্রকের দাবি, মোট মৃত্যুর ৭০ শতাংশই ঘটেছে কোমর্বিডিটি জনিত কারণে।
এখন দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬ লক্ষ ৭৬ হাজার ৫১৪। অর্থাৎ মোট সংক্রমণের ২৪.৪৫ শতাংশ। সুস্থ হয়ে উঠেছেন মোট ২০ লক্ষ ৩৭ হাজার ৮৭০ জন।
দেশে আক্রান্ত
সূত্র: ওয়ার্ল্ডোমিটার্স
২৮,৩৫,৮২২
বুধবারের করোনা বুলেটিন।
সূত্র: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
২৭,৬৭,২৭৩
মৃত ৫২,৮৮৯
সুস্থ ২০,৩৭,৮৭০