নোট-সঙ্কট মিটবে দ্রুত, আশা হিমন্তের

আগামী কালের মধ্যে এটিএম থেকে টাকা তোলার সমস্যা খানিকটা হলেও কমবে বলে আশ্বাস দিলেন অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি জানালেন, চা বাগানগুলিতে বেতনের টাকার ব্যবস্থা করবেন জেলাশাসক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৬ ০২:৪১
Share:

আগামী কালের মধ্যে এটিএম থেকে টাকা তোলার সমস্যা খানিকটা হলেও কমবে বলে আশ্বাস দিলেন অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি জানালেন, চা বাগানগুলিতে বেতনের টাকার ব্যবস্থা করবেন জেলাশাসক।

Advertisement

এটিএম-এ টাকা না থাকায় গত কাল রাজ্যজুড়ে হাহাকার ছড়ায়। নগদ টাকার অভাবে দোকান-বাজারে ব্যবসা কার্যত মুখ খুবড়ে পড়ে। এমনকী ডেবিট বা ক্রেডিট কার্ডে টাকা দেওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। টাকা না পেয়ে কয়েকটি এটিএম ও ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখান মানুষ। অনেক জেলায় এটিএম পরিষেবা একেবারে বন্ধ হয়ে যায়। পরিস্থিতি আজও একই রকম। সকাল থেকে এটিএমগুলির সামনে লম্বা লাইন।

এ দিন অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সাংবাদিক বৈঠকে জানান, রাজ্যে মোট ৩ হাজার ১৫টি এটিএম রয়েছে। তার মধ্যে ২ হাজার ৯০০টি এটিএমে গত রাতে ১০০ টাকার নোট রাখা হয়েছে। আশা করা হচ্ছে, আজ রাত বা আগামী কাল সকালের মধ্যে পরিস্থিতি খানিকটা উন্নত হবে। তিনি জানান, গত চার দিনে রাজ্যের ব্যাঙ্ক ও এটিএমগুলি থেকে ৩ হাজার ৭০০ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে। এত বেশি নোট সরবরাহ করতে সমস্যা হয়েছে। নগদ টাকা বদলে নিয়েছেন এক লক্ষ ৮২ হাজার মানুষ। রাজ্য সরকার পর্যাপ্ত নোট সরবরাহ করার জন্য রিজার্ভ ব্যাঙ্কের কাছে আবেদন জানিয়েছে।

Advertisement

হিমন্তের মতে, পরিস্থিতি পুরো স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ লাগতে পারে। তিনি এ দিন রিজার্ভ ব্যাঙ্ক ও সেন্ট্রাল ব্যাঙ্কের কর্তাদের সঙ্গে বৈঠক করেন।

চা বাগানগুলিতে শুক্র বার, গত কাল ও আজ ছিল সাপ্তাহিক বেতনের দিন। হিমন্ত জানান, ডিব্রুগড় ও তিনসুকিয়ায় অনেক বাগানে শ্রমিকরা টাকা পেয়েছেন। রাজ্যে চা শ্রমিকদের সাপ্তাহিক বেতন বাবদ ৫০ কোটি টাকা লাগে। কিন্তু বাগান কর্তৃপক্ষ অত ১০০ টাকার নোট জোগাড় করতে পারেননি। রিজার্ভ ব্যাঙ্ক বাগানের বেতনের ক্ষেত্রে এসবিআইকে টাকার ঊর্ধসীমা ছাড়ের নির্দেশ দিলেও টাকার অভাবে অনেক বাগান কর্তৃপক্ষ ব্যাঙ্ক থেকে খালি হাতে ফিরেছেন। হিমন্ত জানান, এ নিয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, বাগান কর্তৃপক্ষ বেতনের চেক জেলাশাসকের হাতে দেবে। জেলাশাসক টাকা তুলে বাগানে পাঠাবেন। এ দিকে রাজ্যে নজিরবিহীন অর্থনৈতিক সংকটের জন্য কেন্দ্রকে দায়ী করে এ দিন কংগ্রেস প্রতিবাদ কর্মসূচি হাতে নেয়। বিভিন্ন এলাকায় এটিএমের সামনে লম্বা লাইনে দাঁড়ান কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী-বিধায়করা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement