Narendra Modi

মোদীর বারাণসীতে ‘কাশী-তামিল সমাগম’, উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী নিজেই

কেন্দ্রীয় সরকারই এই উৎসবের আয়োজক৷ ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অংশ হিসাবে বারাণসী এবং তামিলনাড়ুর মধ্যে সাংস্কৃতিক যোগসূত্র পুনরুজ্জীবিত করাই মূল লক্ষ্য৷

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২২ ০৫:৩৫
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি পিটিআই।

বারাণসীতে শুরু হচ্ছে কাশী-তামিল সমাগম৷ উৎসব চলবে আগামী এক মাস৷ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অ্যাম্ফিথিয়েটার মাঠে শনিবার এই সমাগমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী।

Advertisement

কেন্দ্রীয় সরকারই এই উৎসবের আয়োজক৷ ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অংশ হিসাবে বারাণসী এবং তামিলনাড়ুর মধ্যে সাংস্কৃতিক যোগসূত্র পুনরুজ্জীবিত করাই মূল লক্ষ্য৷ ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’— এই বোধের উদ্‌যাপন, সেই সঙ্গে তামিল ভাষা ও সংস্কৃতিকে উপস্থাপন করার লক্ষ্যেই এক মাসব্যাপী এই উৎসবের আয়োজন করা হচ্ছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এই উৎসব চলবে।

বারণসীর চেয়ারম্যান বিদ্যাসাগর রাই জানিয়েছেন, মোদী উদ্বোধনী অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন৷

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement