FCRA

বিদেশি অনুদানে রাশ টানতে নয়া সংশোধনী

বিদেশ থেকে আসা অনুদান পাওয়ার বিষয়টি নিয়ন্ত্রণ করতেই মনমোহন সিংহের জমানায়, ২০১১ সালে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন চালু করা হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২০ ০৩:৫৩
Share:

ছবি: সংগৃহীত।

স্বেচ্ছাসেবী সংস্থাগুলির বিদেশি অনুদান এবং তার আয়-ব্যয় নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠেছে। এ বারে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন (FCRA) সংশোধন করতে রবিবার লোকসভায় নতুন বিল পেশ করল নরেন্দ্র মোদী সরকার। প্রস্তাবিত নতুন বিলে বিদেশি আর্থিক সাহায্য প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন এবং অন্যান্য সংস্থার সমস্ত কর্মীর ক্ষেত্রে আধার আবশ্যিক করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনের অধীনে অনুদান পাওয়া বিদেশি অর্থ প্রশাসনিক কাজে খরচ করার পরিমাণ ৫০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারি কর্মীদের বিদেশি অনুদান নেওয়াও বন্ধ করার কথা বলা আছে।

Advertisement

বিদেশ থেকে আসা অনুদান পাওয়ার বিষয়টি নিয়ন্ত্রণ করতেই মনমোহন সিংহের জমানায়, ২০১১ সালে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন চালু করা হয়েছিল। প্রস্তাবিত নতুন বিলে বিদেশি আর্থিক সাহায্য প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন এবং অন্যান্য সংস্থার সমস্ত কর্মীর ক্ষেত্রে আধার আবশ্যিক করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনের অধীনে অনুদান পাওয়া বিদেশি অর্থ প্রশাসনিক কাজে খরচ করার পরিমাণ ৫০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারি কর্মীদের বিদেশি অনুদান নেওয়াও বন্ধ করার কথা বলা আছে।

প্রস্তাবিত বিলটি পাশ হলে ‘সামারি এনকোয়ারি’র আয়োজন করে আইন অমান্যকারীর বিদেশি সূত্রে প্রাপ্ত অর্থ খরচের উপরে নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা পাবে সরকার। মোদী সরকারের দাবি, এই আইনে সংস্কারের মাধ্যমে বিদেশি সূত্র থেকে অনুদান হিসেবে প্রতি বছর বিভিন্ন সংস্থা যে টাকা পায় তা জনস্বার্থে খরচের বিষয়ে স্বচ্ছতা এবং সেই সংক্রান্ত দায়িত্ববোধ বাড়ানোর চেষ্টা চালাবে সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement