BR Ambedkar

অম্বেডকরের জন্মদিনে জাতীয় ছুটি! সমাজ ও সংবিধানে বাবাসাহেবের অবদানকে সম্মান মোদী সরকারের

শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ২০:০২
Share:
Ambedkar

ভীমরাও রামজি অম্বেডকর। —ফাইল চিত্র।

আগামী ১৪ এপ্রিল জাতীয় ছুটি। উপলক্ষ বাবাসাহেব অম্বেডকরের জন্মদিবস। শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত। জানানো হয়েছে, সমাজ এবং সংবিধানের প্রতি তাঁর অবদানকে শ্রদ্ধা জানাচ্ছে কেন্দ্র।

Advertisement

সমাজমাধ্যমে গজেন্দ্র লেখেন, ‘‘সংবিধানের রূপকার যিনি, আমাদের সমাজে সাম্যের নতুন যুগের সৃষ্টি করেছিলেন যিনি, সেই বাবাসাহেব অম্বেডকরের জন্মদিন এ বার থেকে জাতীয় ছুটি হিসাবে পালন করা হবে।’’ তিনি আরও লেখেন, ‘‘এই সিদ্ধান্ত নিয়ে বাবাসাহেব অম্বেডকরের একনিষ্ঠ অনুগামী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর ভাবাবেগকে সম্মান জানালেন।’’

১৮৯১ সালের ১৪ এপ্রিল মধ্যপ্রদেশের মহৌতে একটি দলিত পরিবারে জন্ম ভীমরাও রামজি অম্বেডকরের। সামাজিক ন্যায় এবং সাম্য প্রতিষ্ঠা, সমাজের প্রান্তিক শ্রেণির অধিকারের জন্য লড়াই করে গিয়েছেন আজীবন। অম্বেডকরই পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে প্রথম আইনজীবী। আবার তিনিই প্রথম ভারতীয় যাঁর ডক্টরেট ছিল। ন’টি ভাষায় দখল ছিল অম্বেডকরের। স্বাধীন ভারতের প্রথম আইন ও বিচারমন্ত্রীও তিনি। ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর অম্বেডকরের মৃত্যু হয়। তাঁকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করে কেন্দ্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement