ফাইল চিত্র।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে তাঁর সঙ্গে ‘জাতীয় ও আন্তর্জাতিক বিষয়’ নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ এই সাক্ষাতের পর রাষ্ট্রপতিভবন থেকে টুইট করে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কোবিন্দের সঙ্গে দেখা করেছেন। জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে তাঁকে জানিয়েছেন প্রধানমন্ত্রী।‘
রাজনৈতিক সূত্রের খবর, দেশের কোভিড পরিস্থিতি, চিনের সঙ্গে পূর্ব লাদাখ সীমান্তে সংঘাতপূর্ণ ঘটনাক্রম নিয়ে কথা বলেছেন মোদী।
পাশাপাশি, মন্ত্রিসভার আসন্ন রদবদল নিয়েও কথা হয়েছে বলে সূত্রের বক্তব্য। সম্প্রতি লাদাখ ঘুরে এসেছেন প্রধানমন্ত্রী, সেখানে কথা বলেছেন সেনাকর্তাদের সঙ্গে। তাই রুটিনমাফিক সেখানকার পরিস্থিতি মোদী জানিয়েছেন রাষ্ট্রপতিকে। রাজনৈতিক সূত্রের মতে, কিছু দিনের মধ্যেই মন্ত্রিসভায় রদবদল হওয়ার কথা। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো কিছু নেতাকে মন্ত্রিসভার সামিল করার চাপ রয়েছে। অনেকের হাতেই একাধিক মন্ত্রক রয়েছে। সেগুলির রদবদল করার কথা ভাবা হচ্ছে। তবে মন্ত্রিসভা সম্প্রসারণ ঠিক কবে হবে, তা সরকারি ভাবে জানানো হয়নি।