রবিশঙ্কর প্রসাদ ও প্রকাশ জাভড়েকর ফাইল ছবি
কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ও তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর
বৃহস্পতিবার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে চা চক্রে মিলিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
মোট ১৫ জন পূর্ণমন্ত্রী শপথ নেবেন বুধবার। তাঁদের মধ্যে ৮ জনের পদোন্নতি হচ্ছে। ৭ জন প্রথমবার মন্ত্রী হবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন সম্ভাব্য মন্ত্রীরা। ছিলেন সর্বানন্দ সোনোয়াল, জ্যোতিরাদিত্য শিন্ডে, শান্তনু ঠাকুর ও কপিল পাটিল-সহ অন্যরা।
কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন থাওয়ারচাঁদ গহলৌত, রতনলাল কাটারিয়া, প্রতাপচন্দ্র ষড়ঙ্গী ও অশ্বিনী চৌবে।
বাংলা থেকে নতুন কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন ৪ জন। মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার ও জন বার্লা। চারজনই প্রতিমন্ত্রী হবেন বলে সূত্রের খবর।
কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন বাবুল সুপ্রিয়। বাবুল আসানসোলের সাংসদ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দফতরের প্রতিমন্ত্রী ছিলেন তিনি।
আজ রাষ্ট্রপতি ভবনে যাব, আমি আশাবাদী, বললেন নিশীথ প্রামাণিক
কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন হর্ষ বর্ধন। তিনি স্বাস্থ্যমন্ত্রীর পদে ছিলেন।
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন রাসায়নিক ও সার মন্ত্রী সদানন্দ গৌড়া।
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন দানবে রাওসাহেব পাটিল। তিনি উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন প্রতিমন্ত্রী ছিলেন।
কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন সঞ্জয় ধোত্রে। তিনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন।
মোট ৪৩ জন মন্ত্রী পদে শপথ নিতে পারেন বুধবার সন্ধ্যায়
কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন সন্তোষ গঙ্গোয়ার। তিনি শ্রমমন্ত্রীর পদে ছিলেন।
কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ দেবশ্রী চৌধুরীর। দেবশ্রী মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী পদে ছিলেন।