Kangana Ranaut

কৃষক আন্দোলন, মহাত্মা গান্ধীকে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আদালতের নোটিস সাংসদ কঙ্গনাকে

হিমাচল প্রদেশের মণ্ডীর সাংসদ কঙ্গনার বিরুদ্ধে উত্তরপ্রদেশের আগরার এমপি-এমএলএ আদালতে গত ১১ সেপ্টেম্বর মামলা করেছিলেন রমাশঙ্কর শর্মা নামে এক আইনজীবী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২৩:০২
Share:

কঙ্গনা রানাউতকে নোটিস আদালতের। —ফাইল চিত্র।

মহাত্মা গান্ধী এবং কৃষক আন্দোলন সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউতকে নোটিস পাঠাল আদালত। আগামী ২৮ নভেম্বরের মধ্যে অভিযোগ সম্পর্কে তাঁর জবাব চাওয়া হয়েছে।

Advertisement

হিমাচল প্রদেশের মণ্ডীর সাংসদ কঙ্গনার বিরুদ্ধে উত্তরপ্রদেশের আগরার এমপি-এমএলএ আদালতে গত ১১ সেপ্টেম্বর মামলা করেছিলেন রমাশঙ্কর শর্মা নামে এক আইনজীবী। মহাত্মা গান্ধী এবং কৃষক আন্দোলন সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে পদক্ষেপের আবেদন জানিয়েছিলেন তিনি। তারই ভিত্তিতে আদালতের এই পদক্ষেপ। শর্মা বলেন, ‘‘আগামী ২৮ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।’’

বিতর্কিত মন্তব্যের জন্য বরাবরই পরিচিত কঙ্গনা। কখনও তিনি স্বাধীনতা সংগ্রামে গান্ধীর পথ এবং ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। কখনও বলেছেন, ‘‘১৯৪৭ সালে স্বাধীনতা মেলেনি। মিলেছিল ভিক্ষা।’’ কখনও বলেছেন, ‘‘হিমাচলের কংগ্রেস সরকার টাকা ধার করে সনিয়া গান্ধীকে দিচ্ছে।’’ গত অগস্টে সমাজমাধ্যমের একটি পোস্টে কঙ্গনা লিখেছিলেন, ‘‘ভারতে কৃষক আন্দোলন বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করতে পারত। কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিচক্ষণ সিদ্ধান্তের জন্যই তা হতে পারেনি।’’ ওই পোস্টে কঙ্গনা এ-ও লিখেছিলেন যে, ‘‘কৃষক আন্দোলন চলাকালীন ঝুলন্ত অবস্থায় বহু দেহ পাওয়া গিয়েছে। সেই সময় প্রচুর ধর্ষণের ঘটনাও ঘটেছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement