কাশ্মীরে কাবু জঙ্গিরা, দাবি প্রতিরক্ষামন্ত্রীর

কাশ্মীরে হিংসা থামার অবশ্য কোনও লক্ষণ নেই। গতকাল রাত থেকে চলা এক সংঘর্ষে নিহত হয়েছেন দুই সেনা। খতম হয়েছে কাশ্মীরে হিজবুলের শীর্ষ কম্যান্ডার-সহ তিন জঙ্গিও। অন্য একটি হামলায় আহত হয়েছেন এক সেনা ও দুই পুলিশকর্মী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৭ ০৪:১৩
Share:

অরুণ জেটলি

কাশ্মীরে এখন বাহিনীর চাপে জঙ্গিদের নাজেহাল অবস্থা বলে জানিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি। স্বাধীনতা দিবসের আগে এক সাক্ষাৎকারে তাঁর দাবি, এখন আর দীর্ঘ সময় ধরে কাশ্মীরের মানুষকে আতঙ্কিত করে রাখার কথা কোনও জঙ্গি কম্যান্ডার ভাবতেই পারে না। নোট বাতিল আর এনআইএ-র অভিযানের ফলে পাকিস্তান থেকে আর্থিক মদত নিয়ে উপত্যকায় অশান্তি ছড়ানোও কঠিন হয়ে পড়েছে।

Advertisement

কাশ্মীরে হিংসা থামার অবশ্য কোনও লক্ষণ নেই। গতকাল রাত থেকে চলা এক সংঘর্ষে নিহত হয়েছেন দুই সেনা। খতম হয়েছে কাশ্মীরে হিজবুলের শীর্ষ কম্যান্ডার-সহ তিন জঙ্গিও। অন্য একটি হামলায় আহত হয়েছেন এক সেনা ও দুই পুলিশকর্মী।

গত বছরে সংঘর্ষে হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানি খতম হওয়ার পরে অশান্ত হয়ে ওঠে কাশ্মীর। সেই সময়ে দক্ষিণ কাশ্মীর কার্যত প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। জমি ফেরত পেতে পরিকল্পনামাফিক অভিযানে নামে কেন্দ্র ও রাজ্য। সেই ‘অপারেশন ক্লিনআপ’-এর ফলে জঙ্গিরা কোণঠাসা হয়ে পড়েছে বলে আজ দাবি করেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর কথায়, ‘‘কাশ্মীরে এখন বাহিনীর পক্ষেই পাল্লা ভারী। জঙ্গিদের সংখ্যা কমছে। তারা বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।’’ জেটলির বক্তব্য, ‘‘কোনও জঙ্গি কম্যান্ডার আর দশকের পর দশক কাশ্মীরে আতঙ্ক ছড়ানোর কথা ভাবতেও পারে না। কয়েক মাসের মধ্যেই তাদের খতম করে দিতে পারছে বাহিনী। এই সাফল্যে বড় ভূমিকা নিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ।’’

Advertisement

আরও পড়ুন: অক্সিজেন নিয়ে দুর্নীতি চক্রের হদিস গোরক্ষপুরে

কাশ্মীরে অশান্তিতে পাক আর্থিক মদত রোখার ক্ষেত্রে নোট বাতিল ও এনআইএ-র অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে দাবি জেটলির। তাঁর মতে, এই দু’টি পদক্ষেপের ফলে কাশ্মীরে অবৈধ পথে টাকা আসা কঠিন হয়ে গিয়েছে। ফলে নাশকতাও কমেছে।

ঘটনাচক্রে আজই কাশ্মীরে সেনার সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে হিজবুলের এক শীর্ষ কম্যান্ডার। গতকাল রাতে শোপিয়ানের অভনীরা গ্রামে দু’টি বাড়ি ঘিরে ফেলেছিল বাহিনী। রাতভর সংঘর্ষের পরে হিজবুল নেতা ইয়াসিন ইট্টু এবং উমর মাজিদ মির ও ইরফান শেখ নামে আরও দুই জঙ্গি খতম হয়েছে। বুরহান ওয়ানির পরে ইয়াসিনই কাশ্মীরে হিজবুলকে নেতৃত্ব দিচ্ছিল বলে দাবি সেনার। ওই সংঘর্ষে নিহত হয়েছেন ইলায়ারাজা পি ও গোয়াই সুমেধ ওয়ামান নামে দুই সেনা। আহত হন এক অফিসার-সহ তিন জওয়ান। তিন জঙ্গি খতম হওয়ার পরে পথে নামে স্থানীয়দের একাংশ। বাহিনী-জনতা সংঘর্ষে বারো জন যুবক আহত হয়েছে। পরে শ্রীনগরের বাদামিবাগ ক্যান্টনমেন্ট এবং রাজৌরিতে গত দু’দিনে নিহত তিন জওয়ানকে সম্মান জানায় সেনা।

আজ বান্দিপোরার হাজিন এলাকায় তল্লাশি চালানোর সময়ে জঙ্গিদের গুলিতে আহত হয়েছে‌ন সেনা জওয়ান রাজ কুমার ও পুলিশকর্মী মুখতার আহমেদ ও মহম্মদ আশরফ। রাতে উরি সেক্টরে পাক সেনার হামলায় আহত হয়েছেন তিন সেনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement