Militant

উত্তর-পূর্বের জঙ্গি নেতাদের বৈঠক চিনে

সরকারি সূত্রের দাবি, অক্টোবর মাসে দক্ষিণ চিনের কুনমিং শহরে চিনা সেনার বর্তমান ও প্রাক্তন কয়েক জন অফিসারের সঙ্গে দেখা করেছে উত্তর-পূর্ব ভারতের চার জঙ্গি নেতা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০ ০৪:০৫
Share:

প্রতীকী ছবি।

চিনা মদতেই উত্তর-পূর্বের জঙ্গি গোষ্ঠীগুলি সম্প্রতি ফের মায়ানমার সীমান্তে হামলা বাড়িয়েছে বলে দাবি কেন্দ্রীয় সরকার সূত্রের। ফলে লাদাখ, অরুণাচল এবং ব্রহ্মপুত্র বাঁধ বিতর্কের পরেও চিনের সঙ্গে ভারতের সংঘাতের আরও একটি ক্ষেত্র তৈরি হচ্ছে বলে আশঙ্কা।

Advertisement

সরকারি সূত্রের দাবি, মায়ানমারের জঙ্গি সংগঠন ইউনাইটেড ওয়া আর্মি ও আরাকান আর্মির মাধ্যমে উত্তর-পূর্বের জঙ্গি সংগঠনগুলিকে ইদানীং নিয়মিত অস্ত্র সরবরাহ করছে বেজিং। মায়ানমারের জঙ্গি সংগঠনগুলি সে দেশে উত্তর-পূর্বের জঙ্গি সংগঠনগুলির সদস্যদের শিবির তৈরিতেও সাহায্য করছে।

সরকারি সূত্রের দাবি, অক্টোবর মাসে দক্ষিণ চিনের কুনমিং শহরে চিনা সেনার বর্তমান ও প্রাক্তন কয়েক জন অফিসারের সঙ্গে দেখা করেছে উত্তর-পূর্ব ভারতের চার জঙ্গি নেতা। তাদের মধ্যে তিন জন নাগা জঙ্গি সংগঠনের সদস্য। ওই বৈঠকে চিনা সেনার অফিসার ও জঙ্গিদের মধ্যে মধ্যস্থতাকারীর কাজ করে এমন কয়েক জন ব্যক্তিও উপস্থিত ছিল বলে জানতে পেরেছেন গোয়েন্দারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement