Military Attack In Jammu and Kashmir

কাশ্মীরে উপত্যকায় আবার জঙ্গিদের গুলির নিশানায় বিহারি শ্রমিক, নিহত এক, গুরুতর জখম সঙ্গী

পুলিশ সূত্রের খবর, নিহত শ্রমিকের নাম রাজা শাহ। তাঁর বাড়ি বিহারে। ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন রাজার সঙ্গী বিহারের আরও এক পরিযায়ী শ্রমিক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৪ ০০:০৮
Share:

— প্রতিনিধিত্বমূলক ছবি।

কাশ্মীর উপত্যকায় আবার ভিন্‌রাজ্যের শ্রমিককে খুন করল জঙ্গিরা। বুধবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহারা এলাকায় গুলি করে খুন করা হয় বিহার থেকে আসা ওই পরিযায়ী শ্রমিক এবং তাঁর এক সঙ্গীকে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, নিহত শ্রমিকের নাম রাজা শাহ। তাঁর বাড়ি বিহারে। ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন রাজার সঙ্গী বিহারের আরও এক পরিযায়ী শ্রমিক। ঘটনার পরেই এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ এবং কেন্দ্রীয় আধাসেনার যৌথ বাহিনী।

গত কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে জম্মু ও কাশ্মীরে ভিন্‌ রাজ্যের শ্রমিকদের নিশানা করছে জঙ্গিরা। দক্ষিণ কাশ্মীরের ইটভাটা এবং নির্মাণ প্রকল্পে কাজ করতে যাওয়া শ্রমিকদের বিশেষ ভাবে নিশানা করছে তারা। গত সপ্তাহে শোপিয়ান জেলায় জঙ্গিরা নিশানা করেছিল রঞ্জিত সিংহ নামে এক পর্যটন গাইডকেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement