solar panel

Hitesh Doshi: চিনকে কড়া টক্কর, পাঁচ হাজার টাকার ব্যবসা থেকে বছরে দু’হাজার কোটি আয় হিতেশের

ব্যবসা শুরু করার পুঁজিও তাঁর কাছে ছিল না। পাঁচ হাজার টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করেছিলেন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ১৩:০২
Share:
০১ ১৬

হিতেশ যখন ব্যবসা শুরু করেছিলেন কোনও ক্ষেত্রে প্রথম হওয়ার কথা তিনি এক বারও ভাবেননি। পেটের খিদে মেটানোই ছিল তাঁর একমাত্র লক্ষ্য।

০২ ১৬

ব্যবসা শুরু করার পুঁজিও তাঁর কাছে ছিল না। পাঁচ হাজার টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করেছিলেন তিনি।

Advertisement
০৩ ১৬

গত ৩১ বছরের পরিশ্রম আর অধ্যাবসায় দিয়ে আজ সেই পাঁচ হাজার টাকার সংস্থার মালিক প্রতি বছর দু’হাজার কোটি টাকার ব্যবসা করছেন।

০৪ ১৬

চিনকে কড়া প্রতিযোগিতায় ফেলেছে তাঁর সংস্থা। এত দিন ভারতের বাজারের সিংহভাগই চিনের দখলে ছিল। এ বার তাতেই ভাগ বসিয়েছে হিতেশের সংস্থা।

০৫ ১৬

প্রথম থেকে যদিও এই ব্যবসায় হাত লাগাননি তিনি। ১৯৮৯ সালে পাঁচ হাজার টাকা ধার নিয়ে তাপ পরিবহণ সংক্রান্ত যন্ত্রপাতির ব্যবসা শুরু করেন।

০৬ ১৬

অনভিজ্ঞ হিতেশকে ব্যবসা দাঁড় করাতে পদে পদে বিপদে পড়তে হয়েছে। একে তো বাজার ধরার ব্যবসায়িক প্রতিযোগিতা, তার উপর ব্যবসা শুরু করার নানা নিয়ম-কানুন।

০৭ ১৬

চাপ নিতে না পেরে প্রথমে ভেঙে পড়েন তিনি। তা বলে কঠিন রাস্তা ছেড়ে বেরিয়ে আসেননি। ঘাত-প্রতিঘাত পেরিয়ে এগিয়ে গিয়েছেন।

০৮ ১৬

এগিয়েছিলেন বলেই এক সময় তাপ পরিবহণ সংক্রান্ত যন্ত্রপাতি তৈরির ব্যবসাতেও পসার জমিয়েছিলেন। কিন্তু এই ব্যবসায় বেশি দিন তাঁর থাকতে ইচ্ছা করল না। নতুন কিছু শুরু করতে চাইছিলেন তিনি।

০৯ ১৬

তিনি এমন কিছু করতে চাইছিলেন যা দেশের সামগ্রিক উন্নয়নে কাজে লাগবে। ব্যবসার জন্য এক বার জার্মানির একটি সৌর প্যানেল সম্মেলনে গিয়েছিলেন হিতেশ। সেই সম্মেলন থেকেই নতুন ব্যবসার দিশা পেয়ে যান।

১০ ১৬

পুরনো ব্যবসার পাশাপাশি ২০০৭ সালে গুজরাতের সুরতে সৌর প্যানেল তৈরির কারখানা খোলেন।

১১ ১৬

তিন বছর সৌর প্যানেল তৈরি করে হিতেশ বুঝেছিলেন ভারতের বাজারের অধিকাংশই চিনের নিয়ন্ত্রণে। তাঁর মতো আরও অনেক ভারতীয় ব্যবসায়ী তো লড়াইয়ে ছিলেনই।

১২ ১৬

সৌর প্যানেল ব্যবসাতেও তাই কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে।

১৩ ১৬

২০১০ সালে তাপ পরিবহণ সংক্রান্ত যন্ত্রপাতি উৎপাদনের কারখানা তিনি বিক্রি করে দেন। সেই টাকা কাজে লাগান নতুন ব্যবসায়। সৌর প্যানেলের ব্যবসার ক্ষমতা ৩০ মেগাওয়াট থেকে উৎপাদন ক্ষমতা বাড়িয়ে নিয়ে যান আড়াইশো মেগাওয়াটে।

১৪ ১৬

শুধু প্রতিযোগিতাই এই ব্যবসার বাধা হয়ে দাঁড়িয়েছে এমন একেবারেই নয়। সৌর প্যানেলের জন্য কাঁচামাল পাওয়াও ছিল কঠিন। যেমন যে ধরনের কাচের প্রয়োজন হয় তা দেশে একমাত্র বোরোসিল সংস্থাই তৈরি করে থাকে। এই একটি সংস্থার উপর ভরসা করে রয়েছে একাধিক সৌর প্যানেল তৈরির সংস্থা।

১৫ ১৬

ফলে প্রয়োজনের তুলনায় অনেক কম কাঁচামাল দেশ থেকে পেতেন হিতেশ। বাকি সবই বিদেশ থেকে আমদানি করতে হত।

১৬ ১৬

আরও একটি সমস্যা ছিল, গ্রাহকদের ভরসা অর্জন করা। তা সত্ত্বেও এখনও দেশের এক নম্বর সৌর প্যানেল তৈরির সংস্থা এটি। এই অতিমারির সময়েও দু’হাজার কোটি টাকার ব্যবসা করেছে হিতেশের সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement