—প্রতিনিধিত্বমূলক ছবি।
চোর-ডাকাতের সন্ধানে নয়, গত ৩৬ ঘণ্টায় এক জার্মান শেফার্ডের খোঁজে দোরে দোরে তল্লাশি চালাচ্ছেন মিরাটের পুলিশকর্মীরা। সারমেয়টি অবশ্য শহরের যে-সে বাসিন্দার নয়। সেটি পুলিশ কমিশনার সেলভা কুমারী জে’র পোষ্য। স্থানীয় সংবাদমাধ্যমের এমনই দাবি।
সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ ‘গায়েব’ হয়ে যায় পুলিশ কমিশনারের সাধের পোষ্য ‘ইকো’। কমিশনারের বাড়ির লোকজন থেকে শুরু করে তাঁর নিরাপত্তায় মোতায়েন রক্ষীরা আশপাশে তন্ন তন্ন করে খুঁজেও জার্মান শেফার্ডটির দেখা পাননি। পরের দিন দুপুরে পুলিশকর্ত্রীর বাড়িতে দলবল নিয়ে হাজির হন পুরসভার পশুকল্যাণ আধিকারিক তথা চিকিৎসক হরপাল সিংহ। পোষ্যের ছবি নিয়ে চলে আরও এক দফা তল্লাশি। তবে ‘ইকো’কে খুঁজে পাননি তাঁরা। এর পর সেটির খোঁজে শহরে তল্লাশি অভিযান শুরু হয়।
পুরসভার নথি অনুযায়ী, মিরাটে মোটে ১৯টি জার্মান শেফার্ড রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, শহরের কোনও বাসিন্দাই বড়কর্ত্রীর পোষ্যকে লুকিয়ে রেখেছেন বলে পুলিশের সন্দেহ। ফলে গত দেড় দিনে মিরাটের অন্তত ৫০০ বাড়িতে খোঁজখবর, তল্লাশি করেছেন পুলিশকর্মীরা। এলাকার সিসি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।