এভাবেই চলল পরীক্ষা।
পরীক্ষার সময় 'চুরি' বা 'টুকলি' আটকাতে বিভিন্ন ব্যবস্থা তো নিয়েই থাকেন শিক্ষক-শিক্ষিকারা। কিন্তু তা সত্ত্বেও কখনও কখনও পরীক্ষার হলে 'চুরি' করা এমন পর্যায়ে পৌঁছে যায়, যে তাকে 'শিল্প' না বলে উপায় থাকে না কোনও।
বর্তমান হাইটেক যুগে পরীক্ষার হলে এই 'চুরি শিল্প' হয়ে উঠেছে আরো উন্নত। সাম্প্রতিক কালে বিভিন্ন মিনি বা মাইক্রো গ্যাজেটের মাধ্যমে প্রশ্নপত্রের উত্তর বাইরে থেকে আসার মতো খবরও দেখা গেছে হামেশাই।
কিন্তু স্মার্ট প্রজন্মের সাথে সাথে স্মার্ট হচ্ছেন শিক্ষক-শিক্ষিকারাও। সম্প্রতি মেডিকেল এন্ট্রান্সের একটি পরীক্ষার সময় পরিদর্শকদের দেখা গেল সে রকমই ভূমিকা নিতে। কোনও রকম অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষার হলে ছাত্রছাত্রীরা চুরি করছেন কি না, তা জানতে সেই প্রযুক্তিরই হাত ধরলেন তাঁরা।
সম্প্রতি মেডিকেল এন্ট্রান্স এগজামিনেশনের সময় পরিদর্শকদের দেখা যায় ছাত্র-ছাত্রীদের কানের ভেতর কোনও ব্লু-টুথ ডিভাইস লুকানো আছে কিনা তা পরীক্ষা করতে। এই পরীক্ষার জন্য ‘অটোস্কোপ’ বলে একটি যন্ত্র তাঁরা ব্যবহার করছিলেন বলে জানা গেছে।
আরও পড়ুন: ভোটের চাপে জিএসটি-তে ছাড়, কোপ ৫৫০০ কোটির
মজার ব্যাপার হল, টুইটারে ছড়িয়ে পড়েছে এই পরীক্ষা করারই একটি ভিডিয়ো। একটি মিডিয়া গ্রুপের প্রাক্তন সিইও রাজু নারিসেট্টি এই ভিডিয়োটি টুইটারে পোস্ট করেন। পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে পড়ে ভিডিয়োটি।
আরও পড়ুন: হিজাব পরে আসায় ছাত্রীকে বসতে দেওয়া হল না পরীক্ষায়! এ বার দিল্লিতে
কিন্তু রাজু কী করে ভিডিয়োটি তুললেন, তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে নেটিজেনদের মনে। তা ছাড়াও ঘটনাটি ঠিক কোন জায়গার, তাও খোলসা করা হয়নি কিছু।
তবে এই ঘটনা যে আগামিদিনে অসৎ পরীক্ষার্থীদের জন্য আগাম সাবধান হওয়ার বার্তা, তা বলার অপেক্ষা রাখে না।