নিজস্ব চিত্র
জামশেদপুরে টাটা ইস্পাত কারখানায় বিস্ফোরণে পর ভয়ঙ্কর আগুন লাগল কোক প্ল্যান্টে। আগুনে ঝলসে অন্তত ৩ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছয়। বেশ কয়েক ঘণ্টা লড়াইয়ের পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।
শনিবার বেলা ১০ টা বেজে ২০ মিনিটে আচমকা বিস্ফোরণের শব্দ শোনা যায় টাটার কোক প্ল্যান্টে। তার পরই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কারখানার শ্রমিকরা জানিয়েছেন, যে প্ল্যান্টে বিস্ফোরণ হয়েছে সেখানে কাজ বন্ধ ছিল। তার ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
আগুন লাগার কারণ জানা যায়নি। দমকল সূত্রে খবর, ওয়েল্ডিং করে লিকেজ আটকানোর কাজ চলছিল। সেই সময়ই প্ল্যান্টে বিস্ফোরণ হয়।
আগ্নিদগ্ধ তিন শ্রমিককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।