দুর্বল হচ্ছে ভিত, উদ্বেগ প্রকাশ মনমোহনের

তাঁর মতে, ‘‘নির্বাচনী ব্যবস্থাকে সাফ করা ও ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করতে সংস্কার প্রয়োজন।’’

Advertisement

চণ্ডীগড়

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৮ ০৪:২৩
Share:

মনমোহন সিংহ

অর্থ ও পেশিশক্তির ব্যবহারের ফলে দেশের নির্বাচনী ব্যবস্থার ভিত দুর্বল হয়ে যাচ্ছে বলে মনে করেন মনমোহন সিংহ। প্রাক্তন প্রধানমন্ত্রীর মতে, এই সঙ্কট কাটাতে নির্বাচনী ব্যবস্থার সংস্কার প্রয়োজন।

Advertisement

পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় মনমোহন বলেন, ‘‘ভারতের নির্বাচনী ব্যবস্থা অনেক বাধা পেরিয়ে এসেছে। ধ্বংস করেছে সামন্ততান্ত্রিক ব্যবস্থা। সামাজিক, আর্থিক বা রাজনৈতিক সুবিধে না পাওয়া ব্যক্তিদেরও ক্ষমতার শীর্ষে যাওয়ার সুযোগ এনে দিয়েছে।’’ কিন্তু এখন গণতান্ত্রিক নির্বাচনের উপরে মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে বলে মনে করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর মতে, মানুষের স্বার্থে কাজ করবে এমন একটি সরকার গঠন করা যাচ্ছে না। রাজনীতিতে দুর্নীতি বেড়়েছে। রাজনৈতিক দল ও নির্বাচিত জনপ্রতিনিধিদের গ্রাস করেছে কায়েমী স্বার্থ। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ক্রমাগত আক্রমণও চলেছে। তাঁর মতে, ‘‘নির্বাচনী ব্যবস্থাকে সাফ করা ও ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করতে সংস্কার প্রয়োজন।’’

এই প্রসঙ্গে বি আর অম্বেডকরের কথা উল্লেখ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। মনমোহনের কথায়, ‘‘অম্বেডকর এক বার আশঙ্কা প্রকাশ করেছিলেন, এমন একটা দিন আসবে যখন মানুষের জন্য সরকারের বদলে মানুষের দ্বারা পরিচালিত সরকার বেছে নেওয়া হবে। তিনি এটাকে ঘোর বিপদ বলে মনে করেছিলেন।’’ মনমোহনের মতে, স্বাধীনতার ৭০ বছর পরে এই ফাঁদে পা দেওয়া চলবে না। মানুষের জন্য সরকারকেই বেছে নিতে হবে। তাঁর মন্তব্য, ‘‘নিজেদের প্রশ্ন করতে হবে, অধৈর্য হয়ে কি আমরা গণতন্ত্রের বদলে একনায়কতন্ত্রকে বেছে নিচ্ছি? তাতে হয়তো সাময়িক ফল হতে পারে, কিন্তু ভবিষ্যতে দেশ ধ্বংস হয়ে যাবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement