মণিপুরের রাজ্যপাল প্রয়াত

প্রয়াত হলেন মণিপুরের রাজ্যপাল সৈয়দ আহমেদ। বয়স হয়েছিল ৭৩ বছর। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছু দিন ধরে সৈয়দ আহমেদ ক্যানসারে ভুগছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১৯:০৯
Share:

সৈয়দ আহমেদ। —ফাইল চিত্র।

প্রয়াত হলেন মণিপুরের রাজ্যপাল সৈয়দ আহমেদ। বয়স হয়েছিল ৭৩ বছর। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছু দিন ধরে সৈয়দ আহমেদ ক্যানসারে ভুগছিলেন। গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

মহারাষ্ট্রের রাজনীতিতে ১৯৭৭ সাল থেকেই সৈয়দ আহমেদ পরিচিত নাম। কংগ্রেসের টিকিটে তিনি পাঁচ বার মহারাষ্ট্র বিধানসভায় নির্বাচিত হন। রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন। ইউপিএ-২ জমানায় ২০১১ সালে সৈয়দ আহমেদকে ঝাড়খণ্ডের রাজ্যপাল পদে নিয়োগ করা হয়। কেন্দ্রে সরকার বদলানোর পর তাঁর বদলি হয়েছিল। চলতি বছরের মে মাসে তাঁকে মণিপুরের রাজ্যপাল করে ইম্ফলে পাঠিয়ে দেওয়া হয়। সেই পদে থাকাকালীনই তাঁর প্রয়াণ হল।

সৈয়দ আহমেদের স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা রয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement