Molestation

একশোরও বেশি মহিলাকে নিগ্রহ, অবশেষে চেন্নাইয়ে গ্রেফতার অভিযুক্ত

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আন্না নগরে মোবাইল ফোন সারাইয়ের একটি দোকানে কাজ করতেন প্রকাশ। তিনি ব্যাসারপারি এলাকার বাসিন্দা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

চেন্নাই শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৩ ১৬:৩৭
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

একশোরও বেশি মহিলাকে নিগ্রহ করার অভিযোগে চেন্নাই থেকে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। জেরায় পুলিশের কাছে অভিযুক্ত নিগ্রহের কথা স্বীকার করেছেন বলেও এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম প্রকাশ। টেন্নাইয়ের বিভিন্ন এলাকা থেকে মহিলা নিগ্রহের অভিযোগ আসছিল বেশ কয়েক মাস ধরে। কিন্তু কিছুতেই অভিযুক্তের হদিস পাচ্ছিল না পুলিশ। যে সব এলাকা থেকে অভিযোগ এসেছে, সেই সব এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। কিন্তু তার পরেও অভিযুক্তকে চিহ্নিত করা যাচ্ছিল না। তবে অভিযুক্তের খোঁজে তল্লাশি জারি রেখেছিল চেন্নাই পুলিশ।

দু’দিন আগে এমকেবি নগর থানায় দুই মহিলা নিগ্রহের অভিযোগ দায়ের করেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে। দুই মহিলাকে নিগ্রহ করে চম্পট দেন ওই অভিযুক্ত। একই দিনে পেরাম্বুর এবং কোডুনগাইয়ুর থেকে একই রকম অভিযোগ আসে পুলিশের কাছে। একের পর এক নিগ্রহের অভিযোগে আসতে থাকায় অভিযুক্ত প্রকাশের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। শেষমেশ পুলিশের হাতে ধরা পড়ে যান তিনি।

Advertisement

পুলিশ জানিয়েছে, জেরায় প্রকাশ স্বীকার করেছেন, অনেক দিন ধরেই তিনি এই ধরনের কাজ করছেন। একশোরও বেশি মহিলাকে নিগ্রহ করেছেন। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আন্না নগরে মোবাইল ফোন সারাইয়ের একটি দোকানে কাজ করতেন প্রকাশ। তিনি ব্যাসারপারি এলাকার বাসিন্দা। কোন কোন‌ এলাকায় মহিলা নিগ্রহের অভিযোগ উঠেছে প্রকাশের বিরুদ্ধে, সেই তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement