Facebook Post

আমলার ফেসবুক পোস্টে হাসির ‘ইমোজি’ দিয়ে বিপাকে যুবক, জামিন পেতে ২০০ কিমি পাড়ি

২০২৩ সালের ঘটনা। অসমের নলবাড়ির এক আমলা বর্ণালী ডেকার একটি ফেসবুক পোস্টে নরেশ বড়ুয়া নামে এক ব্যক্তি মন্তব্য করেছিলেন। আর সেই মন্তব্যে হাসির ‘ইমোজি’ দিয়েছিলেন অমিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১১
Share:
আমলার ফেসবুকে পোস্টে হাসির ‘ইমোজি’ দেওয়ার অভিযোগ দায়ের। প্রতীকী ছবি।

আমলার ফেসবুকে পোস্টে হাসির ‘ইমোজি’ দেওয়ার অভিযোগ দায়ের। প্রতীকী ছবি।

আমলার ফেসবুক পোস্ট নিয়ে মন্তব্য করেছিলেন। আর তারই জেরে এক যুবককে জামিন পেতে পাড়ি দিতে হল ২০০ কিলোমিটার। অভিযুক্ত ওই যুবকের নাম অমিত চক্রবর্তী।

Advertisement

২০২৩ সালের ঘটনা। অসমের নলবাড়ির এক আমলা বর্ণালী ডেকার একটি ফেসবুক পোস্টে নরেশ বড়ুয়া নামে এক ব্যক্তি মন্তব্য করেছিলেন। আর সেই মন্তব্যে হাসির ‘ইমোজি’ দিয়েছিলেন অমিত। মন্তব্য করেছিলেন আব্দুল সুবুর চৌধরি নামে আরও এক ব্যক্তিও। তিন জনের বিরুদ্ধেই তাঁকে সমাজমাধ্যমে অনুসরণ, অশ্লীল এবং আপত্তিজনক মন্তব্যের অভিযোগ তুলে মামলা করেন আমলা।

কোকরাঝাড় থানায় তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ফেসবুক পোস্ট করে চৌধরিকে আমলা সতর্ক করেছিলেন যে, তাঁর বিরুদ্ধে সাইবার আইনে মামলা দায়ের করেছেন তিনি। অমিতকে ট্যাগ করে আরও একটি পোস্ট করে তিনি বলেন, ‘‘আপনার বিরুদ্ধে আপত্তিজনক এবং অশ্লীল মন্তব্যের অভিযোগ করা হয়েছে।’’

Advertisement

এ বছরের জানুয়ারিতে অমিতকে থানা থেকে তলব করা হয়। অমিত বলেন, ‘‘এত কিছু হবে ভাবতেই পারছি না। আমার এক আইনজীবী বন্ধুর সাহায্যে পুরো ঘটনাটি জানতে পারি। একটা ইমোজির জন্য জামিন পেতে আমাকে ছুটতে হচ্ছে। আমাকে হেনস্থা করা হচ্ছে। আমি শুধু নরেশ বড়ুয়ার মন্তব্যে হাসির ইমোজি দিয়েছিলাম। এর থেকে বেশি কিছু মনে নেই।’’

অমিত থাকেন ঢেকিয়াজুলিতে। জামিনের জন্য ২০০ কিমি পাড়ি দিয়ে কোকরাঝাড় আদালতে যেতে হয়েছে তাঁকে। আদালত তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement