Tamilnadu

বিবাহবিচ্ছেদের মামলা চলাকালীন ভরা আদালতেই স্ত্রীকে কোপালেন স্বামী

বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। উপস্থিত ছিলেন বিচারকও। সেই সময় ভরা আদালত কক্ষের মধ্যেই স্ত্রীকে ছুরি দিয়ে কোপালেন স্বামী! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মাদ্রাজ হাইকোর্টে।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ২০ মার্চ ২০১৯ ১২:২৯
Share:

ভরা আদালতে স্ত্রীকে হামলা! অলংকরন: তিয়াসা দাস

বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। উপস্থিত ছিলেন বিচারকও। সেই সময় ভরা আদালত কক্ষের মধ্যেই স্ত্রীকে ছুরি দিয়ে কোপালেন স্বামী! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মাদ্রাজ হাইকোর্টে। রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

Advertisement

২০০৯ সাল থেকে বিবাহবিচ্ছেদের মামলা চলছে তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলার শ্রীপেরুম্বুদুরের বাসিন্দা ভারালক্ষ্মী এবং সারাভাননের মধ্যে। তারই শুনানির জন্য গত ১৯ মার্চ, মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্টের পারিবারিক আদালতে উপস্থিত ছিলেন তাঁরা। সেই মামলার শুনানির সময়েই আচমকা ভারালক্ষ্মীকে ছুরি হাতে আক্রমণ করে বসেন সারাভানন। একের পর এক কোপ পড়তে থাকে শরীরে। গুরুতর আহত অবস্থায় মেঝেতে পড়ে যান তিনি।

বিচারকের চেয়ারে বসে তখন হতবাক বিচারকও। দ্রুত পুলিশ ডাকেন তিনি। রক্তাক্ত অবস্থায় ভারালক্ষ্মীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকা মাদ্রাজ হাইকোর্ট চত্বরে একজন ব্যক্তি কী ভাবে ছুরি নিয়ে ঢুকল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

Advertisement

আরও পড়ুন: বিঁধছে সবাই, মোদী আটকে চৌকিদারেই

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই মহিলা বর্তমানে সুস্থ আছেন। তাঁর আঘাতও খুব গুরুতর নয় বলে আশ্বস্ত করা হয়েছে। তবে শরীরের বেশ কয়েকটি জায়গায় সেলাই পড়েছে ভারালক্ষীর। কেন হঠাৎ সারাভানন এমন কাজ করে বসলেন, সেই ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: টিকিট না মেলায় ‘বিদ্রোহ’ বিজেপিতে, উত্তর-পূর্বে দলত্যাগ ২৫ নেতা-মন্ত্রীর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement