Man Fell from Running Bus

চলন্ত বাসের দরজা খুলে পানের পিক ফেলতে গিয়ে পা ফস্কে পড়ে গেলেন যুবক, চাকায় পিষ্ট হয়ে মৃত্যু

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে এসি বাসে করে কাজে যাচ্ছিলেন জিয়াবন। পান চিবোচ্ছিলেন তিনি। বাস তখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে দুরন্ত গতিতে ছুটছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৮:১৫
Share:

বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু যুবকের। প্রতীকী ছবি।

পানের পিক ফেলতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। শনিবার সকালে ঘটনাটি ঘেটেছে উত্তরপ্রদেশের সুলতানপুরে। মৃতের নাম রাম জিয়াবন। তিনি লখনউয়ের চিনহাট এলাকার বাসিন্দা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে এসি বাসে করে কাজে যাচ্ছিলেন জিয়াবন। পান চিবোচ্ছিলেন তিনি। বাস তখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে দুরন্ত গতিতে ছুটছিল। বাস যাত্রীরা জানিয়েছেন, হঠাৎই জিয়াবন আসন ছেড়ে বাসের দরজার কাছে যান। তার পর দরজা খোলেন। কিন্তু আচমকাই তিনি বেসামাল হয়ে পড়েন। তখনই খোলা দরজা দিয়ে নীচে পড়ে যান। তার উপর দিয়ে বাসের চাকা চলে যায়।

জিয়াবন পড়ে যেতেই বাসের অন্য যাত্রীরা হইহই করে ওঠেন। চালক বুঝতে পেরেই বাসটি থামান। কিন্তু তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। যাত্রীরা নেমে তড়িঘড়ি জিয়াবনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু চিকিৎসকেরা জিয়াবনকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সময় বাসে ছিলেন জিয়াবনের স্ত্রী সাবিত্রীও।

Advertisement

পুলিশ জানিয়েছে, বাসটিকে আটক করা হয়েছে। একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement