Murder

মোবাইল ফোন নিয়ে ঝামেলা, স্ত্রীকে আলিঙ্গন করে গুলি, সেই একই গুলিতে মৃত্যু হল স্বামীরও

দম্পতির ঘর থেকে একটি দেশি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। বন্দুকটি কোথা থেকে পেলেন আনেক, তা খতিয়ে দেখা হচ্ছে বলে মোরাদাবাদের পুলিশ সুপার সন্দীপ কুমার জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

মোরাদাবাদ শেষ আপডেট: ১৬ জুন ২০২৩ ১৭:৪৬
Share:

—প্রতীকী ছবি।

মোবাইল ফোন ঝামেলার জেরে স্ত্রীকে আলিঙ্গন করে গুলি এক ব্যক্তির। সেই একই গুলি ওই ব্যক্তির বুক ফুঁড়ে বেরিয়ে যায়। ঘটনাস্থলে স্বামী-স্ত্রী দু’জনেরই মৃত্যু হয়। গত ১৩ জুন ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃত দম্পতির নাম আনেক পাল (৪০) এবং সুমন পাল (৩৮)। ঘটনার দিন রাতে প্রার্থনা সেরে স্ত্রী সুমনকে আলিঙ্গন করেন আনেক। সুমন তখনও বুঝতে পারেননি কী ঘটতে চলেছে। এর পরই সুমনের পিঠে গুলি করেন আনেক। সেই গুলি সুমনের বুক ফুঁড়ে আনেকের বুকে ঢোকে এবং পিঠ ফুঁড়ে সেই গুলি বেরিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ২ জনকেই।

আনেক পাল এবং তাঁর স্ত্রী সুমন। ছবি: সংগৃহীত।

আনেক এবং সুমনের ৪ সন্তান। দম্পতির ঘর থেকে একটি দেশি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। বন্দুকটি কোথা থেকে পেলেন আনেক, তা খতিয়ে দেখা হচ্ছে বলে মোরাদাবাদের পুলিশ সুপার সন্দীপ কুমার জানিয়েছেন। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, তন্ত্রসাধনা করতেন আনেক। ঘর থেকে বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। আত্মীয়স্বজনদের জিজ্ঞাসা করে পুলিশ জানতে পারে, মোবাইল হারিয়ে ফেলেছিলেন সুমন। তা নিয়ে দু’জনের ঝামেলা চলছিল। আর সেই ঝামেলা থেকেই এই ঘটনা। তবে শুধুমাত্র মোবাইল হারিয়ে ফেলার জন্য স্ত্রীকে খুনের ছক কষেছিলেন আনেক, না কি অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement