কাজ করতে করতেই মৃত্যু! ছবি: টুইটার।
কাজ করতে করতেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ভয়ঙ্কর সেই দৃশ্য ধরা পড়ছে সিসিটিভি ক্যামেরায়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুরে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম পিন্টু কুমার। তিনি কলকাতার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, ভাগলপুরে বিকেশ কুমার নামে এক ব্যক্তির গয়নার দোকানে কাজ করতেন পিন্টু। গত দু’বছর ধরে সেখানেই কর্মরত ছিলেন। দোকানের এক কর্মীর দাবি, অন্য দিনের মতো কাজ করতে এসেছিলেন পিন্টু। তাঁকে দেখে বোঝাই যায়নি যে শরীর অসুস্থ। স্বাভাবিক ভাবেই কাজ করছিলেন। কাজ করতে করতে আচমকাই জ্ঞান হারিয়ে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, হার্ট অ্যাটাকের কারণেই মৃত্যু হয়েছে পিন্টুর। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে তাঁর মৃত্যুর কারণ স্পষ্ট হবে। তবে অনেকে আবার দাবি করেছেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে পিন্টুর। তবে মৃত্যুর আসল কারণ কী তা নিয়েই ধোঁয়াশা বাড়ছে। পুলিশ যদিও বলেছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই জানা যাবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে পিন্টুর।
এই প্রথম নয়, একই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। নাচতে নাচতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মঞ্চের উপরে পড়ে মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। জিম করতে গিয়ে আচমকা হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনা ঘটেছে।