Crime

পোষ্য বিড়াল চুরির সন্দেহে খাবারে বিষ মিশিয়ে প্রতিবেশীর ৩০টি পায়রা মারলেন যুবক!

খাবারে বিষ মিশিয়ে ৩০টি পায়রাকে মারার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়েছে আরও কয়েকটি পায়রা।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ ১২:২০
Share:

খাবারে বিষক্রিয়ার জেরে কয়েকটি পায়রা অসুস্থ হয়ে পড়েছে। প্রতীকী ছবি।

পোষ্য বিড়াল চুরির সন্দেহে প্রতিবেশীর পোষা ৩০টি পায়রাকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি উত্তরপ্রদেশের শাহজাহানপুর এলাকার। শুক্রবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

Advertisement

গত মঙ্গলবার থানা সদর বাজার এলাকার মহল্লা আমানজাই এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি আবিদ নামে এক যুবকের পোষ্য বিড়াল নিখোঁজ হয়ে যায়। তাঁর বিড়ালকে চুরি করে তাকে মেরেছেন প্রতিবেশী ওয়ারিস আলি— এমনটা সন্দেহ করেন আবিদ।

পুলিশ সুপার সঞ্জয় কুমার জানিয়েছেন, এর পরই ওয়ারিসের পায়রার খাবারে বিষ মেশান আবিদ। এতে ৩০টি পায়রার মৃত্যু হয়েছে। আরও কয়েকটি পায়রা অসুস্থ হয়ে পড়েছে। ওয়ারিসের ৭৮টি পায়রা ছিল। পরে হারিয়ে যাওয়া বিড়ালটি খুঁজে পান আবিদ।

Advertisement

আবিদ-সহ ৩ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। মৃত পায়রাগুলির ময়নাতদন্ত করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আবিদ-সহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement