Cyber Crime

হোয়াট্‌সঅ্যাপে ট্র্যাফিক চালান পেলেন যুবক, ক্লিক করতেই অ্যাকাউন্ট থেকে গায়েব ৭০০০০!

পুলিশকে হরি জানান, হোয়াট্‌সঅ্যাপে অচেনা একটি নম্বর থেকে মেসেজ আসে। ৮৩১৮৭৩২৯৫০ এই নম্বর থেকে সেই মেসেজ আসে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৬
Share:
সাইবার প্রতারণার শিকার বেঙ্গালুরুর যুবক। প্রতীকী ছবি।

সাইবার প্রতারণার শিকার বেঙ্গালুরুর যুবক। প্রতীকী ছবি।

হোয়াট্‌সঅ্যাপে ট্র্যাফিক চালান পেয়ে স্তম্ভিত হয়েছিলেন যুবক। মনে করার চেষ্টা করলেন কোথাও ট্র্যাফিক আইন ভেঙেছিলেন কি না! ঠিকই, কোথাও তিনি ট্র্যাফিক আইন লঙ্ঘন করেননি। তা হলে হঠাৎ কেন এই চালান এল? এই প্রশ্ন মাথায় ঘুরছিল তাঁর। কৌতূহলবশত সেই ট্র্যাফিক চালানের ফাইলটিতে ক্লিক করেন। তার কয়েক মিনিট পরেই ওই যুবক মেসেজ পান তাঁর অ্যাকাউন্ট থেকে ৭০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।

Advertisement

বিপুল পরিমাণ এই টাকা খুইয়ে দিশাহারা হয়ে পড়েন যুবক। শেষে পুলিশের দ্বারস্থ হন। ঘটনাটি বেঙ্গালুরুর। দক্ষিণ-পূর্ব বেঙ্গালুরুর সিঙ্গসান্দ্রার বাসিন্দা হরি কষ্ণণের সঙ্গে এই প্রতারণার ঘটনা ঘটেছে। পুলিশকে হরি জানান, হোয়াট্‌সঅ্যাপে অচেনা একটি নম্বর থেকে মেসেজ আসে। ৮৩১৮৭৩২৯৫০ এই নম্বর থেকে সেই মেসেজ আসে। সেখানে লেখা ছিল, ‘‘আপনি ট্র্যাফিক আইন লঙ্খন করেছেন। আপনার গাড়ির চালান নম্বর কেএ৪৬৮৯৪২৩০৯৩৩০৭০০৭৩।

যুবক জানান, ওই মেসেজের সঙ্গে একটি ফাইল অ্যাটাচ করা ছিল। মেসেজে আরও লেখা ছিল যে, চালানের টাকা দিতে বাহন পরিবহণ অ্যাপ ডাউনলোড করতে হবে। সঙ্গে পাঠানো লিঙ্কেক্লিক করে সেই অ্যাপ ডাউনলোড করতে হবে। কৌতূহলবশত সেই লিঙ্কে ক্লিক করেন যুবক। অ্যাপ ডাউনলোড হতেই একটি ওটিপি আসে। তার পরই ফোনটিকে হ্যাক করে নিয়ে সমস্ত তথ্য হাতিয়ে অ্যাকাউন্ট থেকে ৭০ হাজার টাকা তুলে নেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement