Marriage

শ্বশুরবাড়ির অত্যাচারে আত্মহত্যার চেষ্টা, প্রাণ বাঁচিয়ে বধূকে বিয়ে করলেন বিপত্নীক যুবক

পুলিশ সূত্রে খবর, কাজল সহরিয়া নামে ওই বধূর অভিযোগ, নিত্য দিন শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে মারধর করতেন। এমনকি তাঁকে হেনস্থা করার জন্য মদত জোগাতেন তাঁর স্বামী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৩:০৮
Share:
রামপ্রসাদ এবং কাজল। ছবি: সংগৃহীত।

রামপ্রসাদ এবং কাজল। ছবি: সংগৃহীত।

শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক বধূ। কিন্তু সেই সময় ত্রাতা হয়ে হাজির হলেন এক যুবক। তাঁকে প্রাণে বাঁচালেন। শুধু তা-ই নয়, তাঁকে বিয়ে করে এক নতুন জীবন দিলেন। ঘটনাটি মধ্যপ্রদেশের গুনার।

Advertisement

পুলিশ সূত্রে খবর, কাজল সহরিয়া নামে ওই বধূর অভিযোগ, নিত্য দিন শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে মারধর করতেন। এমনকি তাঁকে হেনস্থা করার জন্য মদত জোগাতেন তাঁর স্বামী। বার বার অত্যাচারিত হয়ে শেষমেশ আত্মহত্যার সিদ্ধান্ত নেন কাজল। সন্তানকে নিয়ে গত ১৩ মার্চ গুনা স্টেশনে যান। রেললাইনে ঝাঁপ দেওয়ার জন্য ঘোরাঘুরি করছিলেন। ট্রেন আসতেই সন্তানকে নিয়ে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন কাজল। কিন্তু তার আগেই তাঁকে টেনে সরিয়ে আনেন রামপ্রসাদ পারদি নামে এক যুবক।

এখান থেকেই কাজল-রামপ্রসাদের জীবনকাহিনি মোড় নেয়। যে কাহিনির পরিণতি অত্যন্ত সুন্দর। কাজলকে বাঁচানোর পর তাঁকে একটি নিরাপদ স্থানে নিয়ে যান। কেন তিনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন, সে কথা জানতে চান রামপ্রসাদ। তখন কাজল তাঁর শ্বশুরবাড়ির ঘটনা তাঁকে বলেন। রামপ্রসাদও তাঁর জীবিনকাহিনি শোনান কাজলকে। রামপ্রসাদের স্ত্রী মারা গিয়েছে চার মাস আগে। যক্ষ্মায় মৃত্যু হয়েছে তাঁর। তার পর থেকে একাকিত্ব রামপ্রসাদকে ঘিরে ধরেছিল। কিন্তু নিজের ছোট ছেলের কথা ভেবে কোনও চারম পদক্ষেপ করতে পারেননি। সব ঘটনা শোনানোর পর কাজলকে নিজের বাড়িতে নিয়ে যেতে চান রামপ্রসাদ। নিয়েও যান। কাজলকে বিয়ে করার প্রস্তাবও দেন তিনি। পরিবারের সদস্যদের সম্মতি নিয়ে আদালতে গিয়ে আইনি প্রক্রিয়া সারেন। তার পর আনুষ্ঠানিক ভাবে বিয়েও করেন। কাজলের জীবন বাঁচিয়ে তাঁকে এক নতুন জীবন দিলেন রামপ্রসাদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement