ভিডিয়ো কলে প্রেমিকের আত্মহত্যা দেখলেন তরুণী। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
প্রেমিকার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলছিলেন যুবক। ঘণ্টার পর ঘণ্টা চলছিল গল্প, আড্ডা। আচমকা ছন্দপতন। দু’জনের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। রাগের মাথায় ভিডিয়ো কল চলাকালীনই গলায় দড়ি দিলেন যুবক। তাঁর আত্মহত্যা ফোন থেকে দেখলেন প্রেমিকা।
ঘটনাটি উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার ভাতানি শহরের। বুধবার সকালে সেখানেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন যুবক। তাঁর প্রেমিকাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
স্থানীয় থানা সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম আসগর আলি। তিনি গত এক বছরের বেশি সময় ধরে তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। তাঁরা বিয়ে করতেও চেয়েছিলেন। কিন্তু তরুণীর পরিবার তাতে সায় দেয়নি।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে প্রেমিকাকে ফোন করেছিলেন যুবক। ভিডিয়ো কলে প্রায় সারা রাত কথা বলেন তাঁরা। পাঁচ ঘণ্টা ধরে চলে ওই ভিডিয়ো কল। কিন্তু গল্প করতে করতে আচমকা তাঁদের মধ্যে কোনও বিষয়কে কেন্দ্র করে ঝামেলা হয়। কিছু ক্ষণ উত্তপ্ত বাক্যবিনিময়ের পর রাগের মাথায় হঠাৎ যুবক আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। প্রেমিকার সামনেই কয়েক মুহূর্তের মধ্যে সেই কাণ্ড ঘটিয়ে ফেলেন তিনি। চেয়ারে উঠে গলায় দড়ি দেন। ভিডিয়ো কল থেকে তা দেখা ছাড়া আর কিছু করার ছিল না তরুণীর।
বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। যুবকের দেহ উদ্ধার করে তারা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেখান থেকেই পাঁচ ঘণ্টার ভিডিয়ো কলের কথা জানতে পারেন তদন্তকারীরা। তার পর যুবকের প্রেমিকাকে আটক করা হয়। ঠিক কী নিয়ে তাঁদের মধ্যে ঝামেলা হয়েছিল, কেন এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন যুবক, প্রেমিকার কোন কথায় তাঁর খারাপ লেগেছিল, জানতে তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।