mumbai

Viral: যানজট এড়াতে ফুট ওভারব্রিজে অটো তুলে দিলেন চালক! তার পর..

অবাক করা এই দৃশ্য শুক্রবার ধরা পড়েছে মুম্বই-আমদাবাদ হাইওয়েতে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলার বিরারে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২২ ১৮:৩১
Share:

অটোচালকের সেই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়।

রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য অনেক ক্ষণ ধরেই চেষ্টা করছিলেন এক অটোচালক। কিন্তু যানজটের কারণে রাস্তার অন্য পাশে যেতে পারছিলেন না। শেষমেশ সামনে থাকা পথচারীদের ব্যবহারের জন্য ফুট ওভারব্রিজে অটো তুলে দেন।

Advertisement

অবাক করা এই দৃশ্য শুক্রবার ধরা পড়েছে মুম্বই-আমদাবাদ হাইওয়েতে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলার বিরারে। অটোচালকের ভিডিয়ো ভাইরাল হতেই পুলিশ চালকের খোঁজ শুরু করেছে।

মিরা-ভায়ান্দার-বিরার পুলিশের এক আধিকারিক বলেন, “অটোচালকের এই ভিডিয়ো হাতে পেয়েছি। খোঁজ চালানো হচ্ছে। তাঁকে গ্রেফতার করা হবে।”

Advertisement

কী ভাবে সকলের নজর এড়িয়ে অটোচালক ফুট ওভারব্রিজে উঠে পড়লেন তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। অটোচালক কী ভাবে ফুট ওভারব্রিজে উঠলেন, তা ভেবেই অবাক হচ্ছেন নেটাগরিকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement