হাই ভোল্টের বৈদ্যুতিক তার মেরামতি করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার এক কর্মীর। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন অন্য এক কর্মীও। উত্তরপ্রদেশের ঝাঁসিতে বুধবার সকালে এই ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রের খবর, ১১ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক তারে গোলযোগ দেখা দিয়েছিল। তা মেরামতির করতেই বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার দুই কর্মী ঘটনাস্থলে যান। তাঁদের মধ্যে এক কর্মী বৈদ্যুতিক পোস্টের উপরে উঠে মেরামতি করছিলেন। তখনই কোনও ভাবে বৈদ্যুতিন তারে হাত লেগে যায় তাঁর। হাই ভোল্ট হওয়ায় কারণে সঙ্গে সঙ্গেই তাঁর শরীরে দাউদাউ করে আগুন ধরে যায়। দগ্ধ অবস্থায় উপরে ওই তারের সঙ্গেই জড়িয়ে ছিলেন তিনি। সহকর্মীকে ওই ভাবে জ্বলতে দেখে কী করবে বুঝে পাননি আর এক কর্মী। তড়িঘড়ি তিনিও পোস্টে উঠে তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
আরও পড়ুন: রাতের শহরে আক্রান্ত, মারা গেলেন ইঞ্জিনিয়ার