Mumbai

এমআরআই মেশিনে পিষে মৃত্যু যুবকের

হাসপাতালের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। এমআরআই রুমের বাইরে কোনও নিরাপত্তা রক্ষী বা হাসপাতালের কর্মী ছিলেন না। আর সে জন্য সিলিন্ডার নিয়ে ঘরে ঢোকার সময় রাজেশকে কেউ আটকায়নি।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৮ ১৪:৫৮
Share:

ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। (ইনসেটে) রাজেশ মারু।

এক আত্মীয়ের এমআরআই করার প্রস্তুতি চলছিল। তখনই অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেই ঘরে ঢুকেছিলেন ৩২ বছরের রাজেশ মারু। ঘরে ঢোকা মাত্রই তাকে টেনে নেয় এমআরআই মেশিন।

Advertisement

রাজেশের চিৎকারে ছুটে আসেন হাসপাতালের কর্মীরা। আসেন নিরাপত্তা রক্ষীরা। মেশিন বন্ধ করে বের করে আনা হয় রক্তাক্ত রাজেশকে। কিন্তু, ততক্ষণ যা হওয়ার হয়ে গিয়েছে। মিনিট দু’য়েকের মধ্যেই মৃত্যু হয় ওই যুবকের। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মধ্য মুম্বইয়ের একটি সরকারি হাসপাতালে।

পুলিশ জানিয়েছে, এক আত্মীয়কে এমআরআই করাতে নিয়ে গিয়েছিলেন রাজেশ। তাঁর পরিবারের দাবি, শ্বাসকষ্ট হওয়ায় ওই আত্মীয়ের জন্য অক্সিজেন সিলিন্ডার আনতে বলা হয়।হাসপাতালের এক ওয়ার্ড বয় ওই সিলিন্ডার আনতে বলে, দাবি পরিবারের। সেই মতো সিলিন্ডার নিয়ে এমআরআই রুমে ঢুকতে যান রাজেশ। আর তখনই ঘটে দুর্ঘটনা।

Advertisement

শুধু অক্সিজেন সিলিন্ডার নয়, এমআরআই রুমে যে কোনও ধাতব বস্তু নিয়ে ঢোকার ক্ষেত্রেই নিষেধাজ্ঞা রয়েছে। এমআরআই মেশিনে শক্তিশালী চুম্বক থাকার কারণেই এই নির্দেশ। তার পরও কী ভাবে রাজেশকে ওই ঘরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়ার কথা বলা হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন: মুক্ত পদ্মাবত, হতাশ হলেও মচকাচ্ছে না করণী সেনা

পাশাপাশি, হাসপাতালের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। এমআরআই রুমের বাইরে কোনও নিরাপত্তা রক্ষী বা হাসপাতালের কর্মী ছিলেন না। আর সে জন্য সিলিন্ডার নিয়ে ঘরে ঢোকার সময় রাজেশকে কেউ আটকায়নি।

আরও পড়ুন: সেতু ভেঙে বাস পড়ল নদীতে, মৃত অন্তত ১৩

এই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ডেপুটি পুলিশ কমিশনার (জোন ৩) বিরেন্দ্র মিশ্র জানিয়েছেন, পুলিশ তদন্ত শুরু করেছে। গাফিলতি প্রমাণিত হলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজেশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সাসপেন্ড করা হয়েছে এক চিকিৎসক এবং ওয়ার্ড বয়কে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement