Pune Murder Case

‘আমার বৌয়ের গায়ে কেন জল ছিটিয়েছিস?’ ভাইকে কুপিয়ে খুন করলেন দাদা! গ্রেফতার

পুণেতে ভাইকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে যুবককে। অভিযোগ, বৌদির গায়ে জল ছিটিয়েছিলেন দেওর। যা দেখে ক্ষুব্ধ হন দাদা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৩:৩৪
Share:
ভাইকে কুপিয়ে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে।

ভাইকে কুপিয়ে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভাইকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল যুবককে। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজের ভাইকে খুন করেছেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও আক্রান্তকে বাঁচানো যায়নি। সামান্য কারণে দুই ভাইয়ের মধ্যে বচসা হয়েছিল। পুলিশের অনুমান, আগে থেকেই তাঁদের মধ্যে ঝামেলা ছিল। যার ফলে ছোটখাটো বচসা খুনোখুনির আকার নিয়েছে।

Advertisement

মহারাষ্ট্রের পুণে শহরের মানচার এলাকার ঘটনা। মৃতের নাম সৌরভ দেঠে (২২)। তাঁর দাদা রোহিত দেঠেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, রোহিত, তাঁর স্ত্রী নন্দিনীর সঙ্গে বাড়িতে থাকতেন সৌরভ। তিনি অবিবাহিত ছিলেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, বুধবার সন্ধ্যায় বাড়ির সামনে বসে জামাকাপড় কাচছিলেন নন্দিনী। সেই সময়ে পাশে দাঁড়িয়ে জল নিয়ে কিছু করছিলেন তাঁর দেওর। অসাবধানতায় কিছুটা জল ছিটকে নন্দিনীর গায়ে লাগে। তা চোখে পড়ে রোহিতের। ভাইয়ের উপর ক্ষুব্ধ হয়ে আক্রমণ করেন তিনি।

ছুরি নিয়ে ভাইয়ের দিকে তেড়ে গিয়েছিলেন রোহিত। একাধিক বার কোপ মারেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় পুণে গ্রামীণ থানার পুলিশ। সৌরভকে উদ্ধার করে তারা হাসপাতালে ভর্তি করিয়েছিল। কিন্তু চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে।

Advertisement

ঘটনাস্থল থেকেই মৃতের দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে দুই ভাইয়ের পুরনো বিবাদের ইঙ্গিতও মিলেছে। ইনস্পেক্টর শ্রীকান্ত কাঙ্কাল বলেন, ‘‘ভাইকে খুনের অভিযোগে আমরা রোহিতকে গ্রেফতার করেছি। অভিযুক্ত, তাঁর স্ত্রী এবং ভাই একসঙ্গে থাকতেন। আমরা জানতে পেরেছি‌, ভাইদের মধ্যে আগে থেকে ঝামেলা ছিল। খুনের মামলা রুজু করা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement