Hyderabad Crime

প্রেম ভাঙতে মেয়েকে বিদেশে পাঠিয়েছেন! রাগে প্রেমিকার বাবাকে গুলি যুবকের, গ্রেফতার

হায়দরাবাদে এক যুবকের বিরুদ্ধে তাঁর প্রেমিকার বাবাকে গুলি করার অভিযোগ উঠেছে। প্রেমিকাকে বিদেশে পাঠানোর রাগেই এই আক্রমণ। গুলিতে প্রৌঢ়ের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ০৯:১৩
Share:

হায়দরাবাদে প্রেমিকার বাবাকে গুলি করে গ্রেফতার যুবক। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

প্রেম ভাঙতে প্রেমিকাকে তাঁর বাবা বিদেশে পাঠিয়ে দিয়েছেন। যা মেনে নিতে পারেননি যুবক। তাই সটান প্রেমিকার বাড়িতে ঢুকে তাঁর বাবাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিলেন তিনি। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

Advertisement

ঘটনাটি হায়দরাবাদের। যুবকের নাম বলবিন্দর সিংহ। প্রেমিকার বাবাকে গুলি করার জন্য এয়ারগান ব্যবহার করেছিলেন তিনি। কিন্তু সেই গুলির আঘাতে প্রৌঢ়ের ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

প্রৌঢ় জানিয়েছেন, তাঁর কন্যাকে প্রেমের নামে উত্ত্যক্ত করছিলেন যুবক। এ নিয়ে তাঁর সঙ্গে যুবকের একাধিক বার বচসাও হয়েছে। উচ্চশিক্ষার জন্য কন্যাকে তিনি আমেরিকায় পাঠিয়েছেন বলেও দাবি করেছেন প্রৌঢ়।

Advertisement

তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। দেখা যায়, এয়ারগান নিয়ে যুবক ওই বাড়িতে ঢুকছেন। তার পর প্রৌঢ়কে লক্ষ্য করে গুলি চালাচ্ছেন। তাতে প্রৌঢ়ের গাড়ির কাচও ভেঙে গিয়েছে। গুলি করে এলাকা থেকে পালিয়ে যান অভিযুক্ত। পরে তাঁকে গ্রেফতার করা হয়।

চোখে আঘাত নিয়ে প্রৌঢ় এখন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃত যুবককেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement