প্রতীকী ছবি।
মহিলা যাত্রীর সিটে প্রস্রাব করার অভিযোগ উঠল এক সহযাত্রীর বিরুদ্ধে। গত ৩০ অগস্ট ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক বিমানে।
নিউ ইয়র্ক থেকে দিল্লি আসছিল এয়ার ইন্ডিয়ার এআই ১০২ বিমান। অভিযোগ, সেই সময়ে মাঝ আকাশেই এক যাত্রী মদ্যপ অবস্থায় এক মহিলা সহযাত্রীর সিটে প্রস্রাব করেন। প্রতিবাদ জানিয়ে বিষয়টি বিমানকর্মীদের নজরে আনেন ওই মহিলা। অভিযোগ, শুধুমাত্র ওই মহিলাকে অন্য সিটে বসতে দেওয়া ছাড়া আর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু তাই নয়, বিমানটি দিল্লিতে অবতরণ করার পরও ওই ব্যক্তির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।
মহিলা গোটা বিষয়টি তাঁর মেয়ে ইন্দ্রাণী ঘোষকে জানান। তিনি তখন বিষয়টি টুইট করে কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু, সুষমা স্বরাজ এবং এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে জানান। তিনি আরও জানান, এই ঘটনার পর থেকেই তাঁর মা আতঙ্কে ভুগছেন। প্রশ্ন তোলেন, এত বড় একটা কাণ্ড ঘটানোর পরও কেন ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হল।
আরও পড়ুন: ফুটপাতে গাড়ি তুলে দিলেন বিজেপি নেতার মদ্যপ ছেলে, মৃত দুই
ইন্দ্রাণীর টুইট পেয়েই নড়েচড়ে বসে এয়ার ইন্ডিয়া বিমান পরিবহণ মন্ত্রক। অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী জয়ন্ত সিন্হা এয়ার ইন্ডিয়াকে বিষয়টি তদন্ত করে মন্ত্রক ও ডিজিসিএ-কে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন। ইন্দ্রাণীকে টুইট করে তিনি লেখেন, “খুবই দুর্ভাগ্যজনক যে আপনার মাকে এমন একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হতে হয়েছে।”
ঘটনাটির তীব্র নিন্দা করে এয়ার ইন্ডিয়া ওই মহিলা যাত্রীর কাছে ক্ষমা চেয়ে নেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: রাহুল কি চিনের দূত! প্রশ্ন তুলল বিজেপি
(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)