Rape in Maharashtra

ক্যানসার আক্রান্ত কিশোরীকে দিনের পর দিন ধর্ষণ মহারাষ্ট্রে, রোগীরই পরিচিত যুবক ধৃত

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবককে বিহার থেকে গ্রেফতার করা হয়েছে। কিশোরীর চিকিৎসা চলছিল ঠাণেতে। তাঁদের থাকার জন্য বদলাপুরে ভাড়ার ঘরের ব্যবস্থা করে দিয়েছিলেন অভিযুক্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১৭:৫৭
Share:
কিশোরীকে ধর্ষণের অভিযোগ মহারাষ্ট্রে। প্রতীকী ছবি।

কিশোরীকে ধর্ষণের অভিযোগ মহারাষ্ট্রে। প্রতীকী ছবি।

ক্যানসার আক্রান্ত এক কিশোরীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল মহারাষ্ট্রে। ঘটনাচক্রে, যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই যুবক কিশোরী এবং তাঁর পরিবারের পরিচিত। কিশোরী এবং অভিযুক্ত যুবক দু’জনেই বিহারের বাসিন্দা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবককে বিহার থেকে গ্রেফতার করা হয়েছে। কিশোরীর চিকিৎসা চলছিল ঠাণেতে। তাঁদের থাকার জন্য বদলাপুরে ভাড়ার ঘরের ব্যবস্থা করে দিয়েছিলেন অভিযুক্ত। দু’মাসে আগে ঠাণেতে বাবা-মায়ের সঙ্গে চিকিৎসা করাতে আসে কিশোরী। কোথায় থাকবেন, কী ভাবে চিকিৎসা করাবেন, নতুন শহরে গিয়ে অথৈ জলে পড়ে কিশোরীর পরিবার।

তখন কিশোরীরই গ্রামের এক যুবক তাদের জানান, ঠাণেতে তাঁর পরিচিতি রয়েছে। থাকা এবং চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। হাসপাতালের কাছাকাছি একটি বাড়ি ভাড়া করে দেন যুবক। সেখানে বাবা-মায়ের সঙ্গে থেকে চিকিৎসা করাচ্ছিল সে। অভিযোগ, কিশোরীর বাবা-মা কোনও কাজে বাড়ির বাইরে গেলেই ওই যুবক এসে হাজির হতেন। তার পর তাঁকে ধর্ষণ করতেন। কিশোরীর শারীরিক পরীক্ষা করতে গিয়ে চমকে যান চিকিৎসকেরা। তাঁরা পরীক্ষা করে দেখেন কিশোরী অন্তঃসত্ত্বা।

Advertisement

অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসতে চিকিৎসককে সব জানান কিশোরী। তার পরই পুলিশে অভিযোগ দায়ের করা হয়। যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। তার পরই যুবককে গ্রেফতার করে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement