Congress

আদর্শের লড়াইয়ের প্রশিক্ষণ দেবে কংগ্রেস

রাহুল কংগ্রেস সভাপতি থাকার সময়ে এআইসিসি-তে প্রশিক্ষণের দায়িত্বে তাঁর আস্থাভাজন সচিন রাওকে নিয়োগ করেছিলেন। রাজ্য এবং জাতীয় স্তরে প্রশিক্ষণও হয়েছে। এ বার স্থায়ী প্রশিক্ষণ শিবিরের প্রয়োজন পড়ছে কেন?

Advertisement

প্রেমাংশু চৌধুরী

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ জুলাই ২০২৪ ০৭:৩৬
Share:

মল্লিকার্জুন খড়্গে এবং রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত।

অ-এ অম্বেডকর, আ-এ আন্দোলন! ভ-এ ভারত জোড়ো, স-এ সংবিধান! কংগ্রেসের নেতা-কর্মীদের প্রশিক্ষণ দিতে জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে চলেছেন মল্লিকার্জুন খড়্গে, রাহুল গান্ধী। কংগ্রেস সূত্রের খবর, আগামী সপ্তাহেই প্রশিক্ষণ কেন্দ্রের কাজ পুরোদমে শুরু হয়ে যাচ্ছে।

Advertisement

কেরলের তিরুঅনন্তপুরমে কেরলের প্রদেশ কংগ্রেস ‘রাজীব গান্ধী ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ়’ তৈরি করেছিল। সেই গবেষণা সংস্থায় এই জাতীয় স্তরের প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে। কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রকের উপদেষ্টা পি পি বালানকে এই সংস্থার প্রধান হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস হাই কমান্ড।

রাহুল কংগ্রেস সভাপতি থাকার সময়ে এআইসিসি-তে প্রশিক্ষণের দায়িত্বে তাঁর আস্থাভাজন সচিন রাওকে নিয়োগ করেছিলেন। রাজ্য এবং জাতীয় স্তরে প্রশিক্ষণও হয়েছে। এ বার স্থায়ী প্রশিক্ষণ শিবিরের প্রয়োজন পড়ছে কেন?

Advertisement

কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, রাহুল বারবারই মনে করিয়ে দিচ্ছেন, আজকের রাজনৈতিক লড়াই বিজেপি-আরএসএসের মতাদর্শ এবং কংগ্রেসের মতাদর্শের লড়াই। এখন এই লড়াইয়ের কৌশল কী হবে, তা নিয়ে কংগ্রেসের বহু নেতা-কর্মীরই কোনও ধারণা নেই। সেই কারণেই স্থায়ী প্রশিক্ষণ শিবির দরকার।

সূত্রের খবর, কেরলের প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় ৩০০ নেতা-কর্মীর একসঙ্গে থেকে প্রশিক্ষণের বন্দোবস্ত থাকবে। খরচ হবে প্রায় ৫০ কোটি টাকা। ভবিষ্যতে হিমাচল প্রদেশে প্রশিক্ষণ কেন্দ্র গড়তে জমিও কেনা হয়ে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement