প্রতীকী ছবি।
সোমবার সকালে মুম্বইয়ে আগুনে পুড়ে মৃত্যু হল কমপক্ষে ১২ জনের। আহত বেশ কয়েকজন।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বা়ড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ ও দমকল সূত্রে খবর, এ দিন সকালে মুম্বইয়ের খয়রানি রোডের একটি দোকানে আগুন লাগে। ঘটনাস্থলে পৌছয় ২৫টি দমকলের ইঞ্জিন। প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে মনে করা হচ্ছে। তবে এ বিষয় নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: বাঙালির এক্স-রে, পঁচাত্তরেও ভোলেনি রাঁচী
দমকলের তরফে জানানো হয়েছে, এ দিন ভোর ৪.২৫ মিনিট নাগাদ আগুন লাগে। আগুনের জেরে বাড়িটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাকিনাকা পুলিশের সিনিয়র সাব ইন্সপেক্টর এ ধর্মাধিকারী জানিয়েছেন, প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কী ভাবে আগুন লাগল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।