আইনই পথ গাঁধী-তদন্তে

পঙ্কজের আর্জিটি খতিয়ে দেখে পরামর্শ দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট এক জন উপদেষ্টা নিয়োগ করেছিল। তিনি তাঁর রিপোর্ট জমা দিয়েছেন আগেই।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৮ ০৪:০৭
Share:

ব্যক্তিটি কে বা কত বড়— এ সব বিচার্য নয়। মোহনদাস কর্মচন্দ গাঁধীর হত্যার পুনর্তদন্তের আর্জি নিয়ে সুপ্রিম কোর্ট চলবে আইনের যুক্তি মেনে। আবেদনকারী পঙ্কজ ফডনীশকে শুক্রবার এ কথা স্পষ্ট ভাবে মনে করিয়ে দিল বিচারপতি এস কে বোড়দে এবং বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের বেঞ্চ।

Advertisement

মুম্বইবাসী পঙ্কজকে আদালতের পরামর্শ, নিহত ব্যক্তি কত মহান ছিলেন, সেই আবেগে ভেসে গিয়ে লাভ নেই। দেখতে হবে, নতুন কী প্রমাণ আছে এই আর্জির সমর্থনে, যাঁর ভিত্তিতে ১৯৪৮ সালের ৩০ জানুযারির ওই ঘটনার নতুন করে তদন্ত করা উচিত বলে মনে করা যায়।

পঙ্কজের আর্জিটি খতিয়ে দেখে পরামর্শ দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট এক জন উপদেষ্টা নিয়োগ করেছিল। তিনি তাঁর রিপোর্ট জমা দিয়েছেন আগেই। তাঁর পরামর্শ, নতুন করে গাঁধী-হত্যার তদন্তের প্রয়োজন নেই। তবে এই মত জানার পরেও শীর্ষ আদালতের বেঞ্চ আর্জির সব দিক বিচার করেই তার রায় জানাবে। শীর্ষ আদালতের বেঞ্চ এ দিন জানিয়েছে, আবেদনকারী হিসেবে পঙ্কজকেও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে হবে। বিলম্বের দিকটি এর অন্যতম। দ্বিতীয় প্রশ্ন, কেন এবং কোন যুক্তি বা অধিকারে এই আবেদন করেছেন তিনি। তৃতীয় বিষয়, সাক্ষ্য-প্রমাণ। এত দিনে প্রত্যক্ষদর্শী ও সাক্ষীরা প্রায় সকলেই মৃত। ওই ঘটনার যাবতীয় প্রমাণও প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement