ছবি: সংগৃহীত।
গত সপ্তাহে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছিলেন বেশ কিছু আমলা। নির্বাচনী প্রচারে সেনার ব্যবহার নিয়েও আপত্তি জনিয়েছিলেন বেশ কিছু প্রাক্তন শীর্ষ সেনা। তারই জবাবে আজ মুখ খুললেন শাসক-ঘনিষ্ঠ প্রাক্তন আমলা-সেনা অফিসারেরা। আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে নির্বাচন কমিশনের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন তাঁরা। যাঁদের নেতৃত্ব দেন দিল্লির প্রাক্তন পুলিশ কমিশনার আর এস গুপ্ত।
গত সপ্তাহে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়ে প্রাক্তন আমলাদের একাংশ নির্বাচন কমিশন সুষ্ঠু ভাবে দায়িত্ব পালন করছে না বলে অভিযোগ করেছিলেন। তাতে নির্বাচনের সময়ে বিরোধী রাজ্যগুলিতে পরিকল্পিত ভাবে আমলাদের বদলি, নমো টিভির সম্প্রচার তথা নরেন্দ্র মোদীর জীবনীচিত্র না আটকানো নিয়ে প্রশ্ন তোলা হয়। প্রশ্ন ওঠে আদর্শ আচরণবিধির মধ্যেই উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে প্রধানমন্ত্রীর বয়ান দেওয়া নিয়েও। জবাবে আজ শাসক-ঘনিষ্ঠদের দাবি, প্রাক্তন আমলাদের একটি অংশ এ ভাবে কমিশনকে ছোট করতে তৎপর হয়েছে। কারণ সম্ভবত ওই গোষ্ঠীর কোনও কায়েমি স্বার্থ রয়েছে। তাই জীবনীচিত্র রোখা বা নমো টিভির সম্প্রচার আটকানোর মতো বিষয়গুলি কমিশনের হাতে না থাকা সত্ত্বেও এ ক্ষেত্রে পরিকল্পিত ভাবে ওই অভিযোগ তুলে কমিশনের স্বচ্ছতা নিয়ে দেশবাসীর মনে সন্দেহ সৃষ্টি করার চেষ্টা চালানো হচ্ছে বলে তাঁদের দাবি।
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯